১৩ এপ্রিল
বুধবার
কদমতলা প্রতিনিধিঃ দু:সাহসিক চুরি কান্ড ঘটে গেল পাথারকান্দি সমষ্টির বাজারিছড়া থানাধীন আকাইদুম এলাকার নেহেরু
বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলে।আজ সকালে পড়ুয়ারা স্কুলে উপস্থিত হলে এ দৃশ্য আঁচ করে।পরে খবর পেয়ে শিলচর থেকে গোয়েন্দা কুকুর এনে তদন্তে নামে স্থানীয় পুলিশ।প্রায় একঘন্টা সময় ধরে তদন্ত চালানো হলেও চোরদের টিকির নাগাল পায়নি পুলিশ।এ মর্মে স্কুলের অধ্যক্ষ দেবাশিষ গোয়ালা জানান যে চোরেরা প্রথমে অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষে লাগানো সিসি ক্যামেরার
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
কন্ট্রোল বক্স হাতিয়ে নেয়।তারা অফিসে থাকা এডমিশন রেজিষ্ট্রার্ড সহ অন্যান্য মুল্যবান কাগজ পত্র হাতিয়ে নেবার পাশাশি বিভিন্ন শ্রেণী কক্ষ সহ স্মার্ট ক্লাস রুমে থাকা কম্পউিটার সেটের যন্ত্রাংশ সহ একটি জলের মোটর পাম্পসেটও হাতিয়ে নেয়।এ কান্ডে স্কুলের শৈখিক পরিবেশ ভেঙ্গে পড়েছে।তদন্তক্রমে এ ঘটনায় জড়িতদের পাকড়াও করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানে পুলিশের কাছে লিখিত এজাহার দাখিল করা হয়েছে।এমন কান্ডে স্থানীয় জনমনে আতঙ্ক বিরাজ করছে।অনেকে এ কান্ডের নেপথ্যে দুষ্টচক্রের হাত রয়েছে বলে দাবি করলেও অনেকে এ
কান্ডের পেছনে নেশাখোরদের হাত থাকার সম্ভাবনা প্রকট করেছেন।প্রসঙ্গত উল্লেখ্য যে এর আগেও উক্ত স্কুলে একটি কুচক্রের নজর পড়ায় স্কুলের ক্ষতি সাধিত হয়ে আসছে।এতে পড়ুয়াদের পাঠভ্যাসে ব্যাপক অন্তরায়ের সৃষ্টি করেছে।
0 মন্তব্যসমূহ