২০ এপ্রিল
বুধবার
কদমতলা প্রতিনিধিঃ ভারতীয় জনতা পার্টির পোষণ অভিযান কার্যক্রম উপলক্ষে আজ মহিলা মোর্চার উদ্যোগে গোটা সমষ্টির সাথে তাল মিলিয়ে
(আসামের)লোয়াইরপোয়া ব্লক মন্ডল বিজেপির আওতাধীন বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার পরিদর্শন সহ কর্মী সহায়িকাদের সংবর্ধিত করেন দলীয় পদাধিকারীরা।এদিন লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্যা সহেলী দে বাজারিছড়া জিপি সভানেত্রী যোগমায়া পাল মণ্ডল সভাপতি হৃষিকেশ নন্দী প্রমুখরা পৃথক পৃথক ভাবে পাঁচটি করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করে কর্মী সহায়িকাদের সংবর্ধনা জ্ঞাপন করেন।এদিন সবকটি কেন্দ্র পরিদর্শন শেষে ব্লক মন্ডল সভাপতি হৃষিকেশ নন্দী বলেন আজ একই দিনে মণ্ডলের সর্বত্র এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।এতে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সহায়িকাদের সংবর্ধিত করার পাশাপাশি তাদের সেন্টার পরিচালনার
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
ক্ষেত্রে সুবিধা অসুবিধা সম্পর্কে অবগত হন।এছাড়াও কচিকাঁচা শিশুদের জন্য সরকার প্রদত্ত সামগ্রীর সঠিক মূল্যায়ন সহ তাদের পঠন পাঠনের দিক খতিয়ে দেখেন দলীয় প্রতিনিধিরা।এদিনের এই অভিযানে প্রাপ্ত তথ্য নথিভুক্ত করে রাখা হয়েছে।পরবর্তীতে তা দলীয় মাধ্যমে বিভাগীয় পর্যায়ে দাখিল করা হবে।এদিকে এই কার্যক্রম নিয়ে এলাকার শিক্ষানুরাগি মহল খুশি ব্যক্ত করেছেন।পাশাপাশি তারা বলেন দেরিতে হলেও অঙ্গনওয়াড়ি সেন্টারে শৈক্ষিক হাল ফেরানো সহ নানা অভাব অভিযোগ দূরীকরণে বিজেপি সরকারের এমন পদক্ষেপ প্রশংসার দাবি রাখে।
তবে শেষ পর্যন্ত শিশু শিক্ষা সহ পুষ্টিগত মানদণ্ড উন্নয়নে সরকারের এমন প্রয়াস অব্যাহত থাকবে কি না এটাই এখন বিবেচ্য বিষয়।এদিন গামছা পড়িয়ে প্রতিটি অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী ও সহায়িকাদের বরণ করেন দলীয় পদাধিকারীরা।পরে কচিকাঁচা শিশুদের হাতে তারা চকলেটও বিতরণ করেন।
0 মন্তব্যসমূহ