২০ এপ্রিল
বুধবার
কদমতলা প্রতিনিধিঃ আসামের বাজারিছড়া থানাধীন কাঁঠালতলি এলাকায় এক নাবালিকা স্কুল পড়ুয়া ছাত্রীর আত্মহত্যার ঘটনায় এলাকা
জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার পর মঙ্গলবার স্থানীয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালের মর্গে পাঠিয়েছে।তবে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত মৃতদেহ ময়না তদন্ত শেষে বাড়ি পৌছার খবর নেই।জানা গেছে কাঁঠালতলি মানব বিকাশ বিদ্যানিকেতনের নবম শ্রেণির ছাত্রী বছর পনেরর সহজ সরল রুজিনা বেগম একাকিত্বের সুযোগে এদিন দুপুরে নীজ ঘরের কড়িকাঠের সাথে গলায় শাড়ী জড়িয়ে আত্মহত্যা করে।বিকাল তিনটে নাগাদ রুজিনার ভাই ঘরে প্রবেশ করে বোনের নিথর দেহ ঝুলতে দেখে হাল্লা চিৎকার করলে প্রতিবেশীরা জড়ো হন
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
ঘটনাস্থলে।এমন হৃদয় বিদারক ঘটনায় পরিবারের লোক সহ পড়শীরাও শোকে ভেঙ্গে পড়েন।সদ্য হাস্য রুজিনা কি কারনে আত্মহত্যার পথ বেছে নিল তা কেউই বলতে পারছেন না।পরে বিষয়টি বাজারিছড়া পুলিশকে জানালে থানার সেরেস্তা মণিলাল সিনহা অকুস্থলে পৌছে মৃতদেহ এনকুয়েস্ট করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ পাঠিয়ে দেন।এ কান্ডে রুজিনার বাবা আব্দুল আজিজ কান্না ভেজা গলায় বলেন উনার মেয়ে নাকি দুদিন আগে তাকে স্কুলের জন্য দুটি খাতা কিনে দিতে বলেছিল।তবে তিনি অর্থের
অভাবে যথা সময়ে তাকে খাতা কিনে দিতে পারেননি।এছাড়া মেয়ে আত্মঘাতি হবার অন্য কোন কারন তিনি দেখছেন না।পুলিশ প্রাথমিক তদন্তে রুজিনা অভিমানে আত্মহত্যা করেছে বলে অনুমান করা হচ্ছে।তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরই নিষ্পাপ এই কিশোরীর মৃত্যু রহস্য সম্পর্কে বিস্তর জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
0 মন্তব্যসমূহ