প্রায় ২৫ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার করলো রাধাকিশোরপুর থানার পুলিশ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২০ এপ্রিল 

বুধবার

উদয়পুর  প্রতিনিধিঃ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার করলো রাধাকিশোরপুর থানার পুলিশ। 

ঘটনা, মঙ্গলবার দুপুরে উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন বনদোয়ার স্থিত নবোদয় স্কুল সংলগ্ন রুপন মিয়ার কাপড় দোকানে। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার  দুপুরে গোপন খবরের ভিত্তিতে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ এবং রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস এর নেতৃত্বে রাধাকিশোরপুর থানার পুলিশ বনদোয়ার নবোদয় স্কুল 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সংলগ্ন রুপন মিয়ার কাপড় দোকানে অভিযান চালাতে আসতেই দোকান ফেলে পেছন দিক দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত রুপন মিয়া। এরপর পুলিশ পেছন পেছন দৌড়ে গিয়ে দোকানের পেছন জঙ্গল থেকে অভিযুক্ত রুপন মিয়াকে আটক করে এনে তার কাপড় দোকান, বাড়ি ও জঙ্গলে অভিযান চালালে প্রায় ২৫ লক্ষাধিক টাকার হেরোইন, ইয়াবা 

ট্যাবলেট সহ বিশাল পরিমাণ সামগ্রী উদ্ধার করে। সেই সাথে একটি স্কুটি ও তিনটি বাইকও উদ্ধার করা হয়।এদিন প্রায় পাঁচ ঘন্টার অভিযান শেষে পুলিশ অভিযুক্ত রুপন মিয়াকে আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে যাওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu