পাঁচদিন ব্যাপী খোয়াই জেলা ভিত্তিক বইমেলা কার্যত ফ্লপ তেলিয়ামুড়া মহকুমায়-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২২ মার্চ

মঙ্গলবার

তেলিয়ামুড়া  প্রতিনিধিঃ পাঁচদিন ব্যাপী খোয়াই জেলা ভিত্তিক বইমেলা কার্যত ফ্লপ তেলিয়ামুড়া মহকুমায়। এক প্রকার ক্ষোভ দুঃখ এবং অভিমান নিয়েই বিভিন্ন জেলা থেকে আগত বই বিক্রেতারা ঘরে

ফিরলেন। গত ১৭ই মার্চ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে ঘটা করে উদ্বোধন হয়েছিল খোয়াই জেলাভিত্তিক ৫ দিনব্যাপী বইমেলা মেলার। পৌর পরিষদ এবং তেলিয়ামুড়া তথ্য-সংস্কৃতি দপ্তরের এবং মেলা পরিচালন কমিটির খামখেয়ালিপনায় কার্যত ফ্লপ হয়েই রয়ে গেল পাঁচদিনের বইমেলা। এ বছরই প্রথম খোয়াই জেলা ভিত্তিক বইমেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া শহরের চিত্রাঙ্গদা কলা কেন্দ্র তথা টাউনহলের মাঠ প্রাঙ্গনে।উদ্বোধনী অনুষ্ঠানের দিন বিভিন্ন জায়গা থেকে 


গাড়িযোগে লোক সমাগম ঘটাতে  চাইলেও মাঠের এক প্রান্ত ছিল এক প্রকার ফাঁকা। যদিও সন্ধ্যায় সংস্কৃতিক  ব্যাক্তিত্বদের দ্বারা অর্থাৎ সাংস্কৃতিক সন্ধ্যার আসরে  খোয়াই জেলার খোয়াই, কল্যাণপুর,তেলিয়ামুড়ার  বিজ্ঞ  কবিদের নিয়ে বসে কবি সম্মেলন। কিন্তু সেখানেও তেলিয়ামুড়া মহকুমার একাংশ যোগ্য এবং স্বনামধন্য কবিদের স্থান দেওয়া হয়নি বলে চলছে গুঞ্জন । শুধু তাই নয় প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে মহাকুমার স্বনামধন্য এবং বিভিন্ন পারদর্শী শিল্পীদের ব্রাপ্ত রাখা হয়েছে এই সাংস্কৃতিক সন্ধ্যার আসর থেকে বলে অভিযোগ একাংশ শিল্পীমহলের। যদিও প্রথম থেকেই ২৫টি  স্টলের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুস্তক বিক্রেতাদের লটারির মাধ্যমে জায়গা প্রদান করা হলেও তা থেকে বঞ্চিত রয়ে গেল তেলিয়ামুড়া একাংশ পুস্তক বিক্রেতারা, যা নিয়ে পুস্তক বিক্রেতা মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে। বইমেলার প্রথম দিন থেকেই বইয়ের স্টল গুলিতে ছিল জনশূন্যতা, যা  সোমবার মেলার শেষ দিনেও একই চিত্র পরিলক্ষিত হয়। যা একপ্রকার নিরাশ হয়েই ৫দিনের বই মেলা থেকে বিদায় নিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বই বিক্রেতারা। যদিও এই ৫দিনে কি পরিমাণ এবং কত টাকার বই বিক্রি হয়েছে সেই তথ্য সম্পর্কে তেলিয়ামুড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর আধিকারিকের নিকট বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান এ ব্যাপারে তিনি অবগত নন। 

তবে নির্ভরযোগ্য সূত্র মারফত খবর, এই পাঁচদিনের বই মেলায় ২৫টি স্টলে প্রায় আনুমানিক ১লক্ষ ৩৯ হাজার ৫৩৬ টাকার বই বিক্রি হয়েছে। তা থেকে বলা চলে পাঁচ দিনের এই খোয়াই জেলা ভিত্তিক বইমেলা সুপার ফ্লপ।তবে শিক্ষানুরাগী মহলের ধারণা বর্তমান ডটকমের যুগে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সমস্ত রকমের বই এবং তথ্য পাওয়া যাচ্ছে হাতের মুঠোয়। সে কারণেই মূলত বইমেলায় অনীহা একাংশ বই প্রেমীদের।তবে শিক্ষানুরাগী মহলের আরও ধারণা, সঠিকভাবে গুরুত্বপূর্ণ মাধ্যম গুলিতে প্রচারের অভাবেই মেলা মূলত ফ্লপ হয়েছে।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu