সবুজ ত্রিপুরা
২২ মার্চ
মঙ্গলবার
ধর্মনগর প্রতিনিধিঃ মঙ্গলবার ধর্মনগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু হল টিকা রথের। এই রথের বিষয়বস্তু
হচ্ছে করোনা টিকাকরণ যে নিরাপদ তা নিয়ে স্পষ্টীকরণ করা । এখনো উত্তর জেলায় বেশকিছু অংশ রয়েছে যেখানে বিভিন্ন ধরনের ভয়ের কারণে কিছু সংখ্যক মানুষ কোভিড ১৯ টিকাকরণের অনীহা প্রকাশ করছে । তাদের মধ্যে এখনও এই টিকাকরণ নিয়ে একটা বিশেষ ভয় বিরাজ করছে । তাদেরকে ভয় মুক্ত করার জন্য উত্তর জেলা স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসন বেশকিছু প্রশাসনিক শিবির করলেও এখনো তাদের মধ্যে থেকে সেই ভয় দূরীভূত করা সম্ভব হয়নি। কিন্তু টিকাকরণ
যে নিরাপদ তা নিয়ে উত্তর জেলায় টিকা রথের উদ্বোধন হল । এই রথ জেলার বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করবে এবং টিকাকরণ নিয়ে মাইকযোগে সাধারণ মানুষকে সচেতন করবে।
মঙ্গলবার এই রথের উদ্বোধন করেন প্রজেক্ট ম্যানেজার বিমল সিনহা । তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে চলেছে রাজ্যের ভলান্টারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরা নামের একটি এনজিও।
0 মন্তব্যসমূহ