সবুজ ত্রিপুরা
২২ মার্চ
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ শুখা মরশুমে জঙ্গলের আগুন লাগা রোধে কোন বিশেষ সচেতনামূলক কর্মসূচি না থাকায় ফরেস্ট রিজার্ভের জঙ্গলে আগুন লাগার ফলে অল্পেতে রক্ষা পেল তিনটি গ্রাম।
ধ্বংসস্তূপে পরিণত ৮৯% ফলের বাগান। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়ি ফরেস্ট রেঞ্জ সংলগ্ন ফরেস্ট রিজার্ভের জঙ্গলে।সংবাদে জানা যায়, বসন্ত ঋতুর চৈত্র মাসে গাছের পাতা ঝরে পড়ে যায়, শুকনো হয়ে পরে গাছের ডালপালা, বুজে যায় লতানো গাছ পালা সহ ছোট আকারের গাছপালা এবং ঝরে পড়া পাতা এবং শুকনো গাছের ডালপালা গুলি চৈত্রের তপ্ত রোদে থাকার ফলে বিন্দুমাত্র আগুনের সংস্পর্শে আসা মাত্রই দাও দাও করে জ্বলে উঠে। আর এরকমই ঘটনা ঘটলো সোমবার তেলিয়ামুড়া মহাকুমার গামাইবাড়ি স্থিত চতুর্দিকে ঘনবসতি -তে ঘেরা ফরেস্ট রেঞ্জের
বিশাল এলাকার এক বিস্তীর্ণ জঙ্গলে। অল্পেতে রক্ষা পেল সংশ্লিষ্ট এলাকার ঘনবসতির সম্পন্ন তিনটি গ্রাম। একাংশ এলাকাবাসীদের ধারণা,,, হয়তো'বা পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যাতায়াতকারী কোনো পথচারী ধূমপান করে তার অবশিষ্টটুকু আগুন সমেত জঙ্গলে ছুঁড়ে ফেলে দেয় হয়তো। আর তার ফলে সোমবার সকাল থেকেই জঙ্গলে অল্পবিস্তর আগুন দেখতে পায় পার্শ্ববর্তী এলাকার এলাকাবাসীরা। প্রথম অবস্থায় আগুনের ততটা তীব্রতা না থাকায় অনেকেই এড়িয়ে যায় ঘটনাটিকে। কিন্তু পরবর্তীতে দুপুর নাগাদ আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলে উঠে সম্পূর্ণ জঙ্গলের বিস্তীর্ণ এলাকাজুড়ে। আগুনের তীব্রতা এবং ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে জঙ্গলের পার্শ্ববর্তী তিনটি গ্রামে বসবাসকারী এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের, খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে
ছুটে আসে তেলিয়ামুড়ার দমকল বাহিনীর কর্মীরা। দীর্ঘ দেড় ঘন্টা ধরে পরপর দুবার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয় দমকল বাহিনীর কর্মীরা।আচমকা গামাইবাড়ি স্থিত ফরেস্ট রিজার্ভ জঙ্গলে এই বিশাল আকার আগুন লাগা -কে কেন্দ্র করে তিনটি গ্রামের মানুষের মধ্যে একপ্রকার আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
0 মন্তব্যসমূহ