পসকো আইন,গার্হস্থ্য হিংসা এবং নারী নির্যাতন সম্পর্কিত আইন সম্বন্ধে এক বিশেষ আলোচনাসভা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১৬ মার্চ
বুধবার
তেলিয়ামুড়া  প্রতিনিধিঃ খোয়াই জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে পসকো আইন, গার্হস্থ্য হিংসা এবং নারী নির্যাতন সম্পর্কিত 

আইন সম্বন্ধে এক বিশেষ আলোচনাসভার  আয়োজন করা হয়। সংবাদে প্রকাশ, মঙ্গলবার তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় সেবা প্রকল্প বার্ষিক বিশেষ প্রশিক্ষণ শিবিরের অঙ্গ হিসেবে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে  পসকো আইন, গার্হস্থ্য হিংসা এবং নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক 

আইন নিয়ে এক বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভিবিষণ দেববর্মা সহ বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।এদিনের এই বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে খোয়াই জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী বলেন,,,, পসকো আইন, 
গার্হস্থ্য হিংসা এবং নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত  বিষয়ে ছাত্র-ছাত্রীদের অবগত করার জন্যই এদিনের এই আলোচনা সভা আয়োজিত হয়। এদিন আলোচনা সভায় জেলা পুলিশ সুপার পসকো আইন, গার্হস্থ্য হিংসা এবং নারী নির্যাতন সম্পর্কিত আইনগুলি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সামনে বিস্তারিত আলোচনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu