আজও গ্রামাঞ্চলের ঘটে চলছে নাবালিকা বিবাহ-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 

১৬ মার্চ
বুধবার
তেলিয়ামুড়া  প্রতিনিধিঃ আজও গ্রামাঞ্চলের ঘটে চলছে নাবালিকা বিবাহ। গ্রাম অঞ্চলের মানুষেরা নাবালিকা বিবাহ বন্ধের ব্যাপারে 

ওয়াকিবহাল নয়, ফের এর জলজ্যান্ত প্রমাণ পাওয়া গেল তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের রামবাবু পাড়াতে। এব্যাপারে মহকুমার প্রশাসন তদারকি চালাচ্ছে।ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের রাম বাবু পাড়া। এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত কিছুদিন পূর্বে বিশালগড়ে এক ছেলের সাথে আগরতলা নাবালিকা মেয়ের বিয়ে ঠিক । 

যদিও মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য তেলিয়ামুড়া কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের রামবাবু পাড়া স্থিত নাবালিকা মেয়েদের কাকার বাড়িতে নিয়ে আসে।যথারীতি আজ ছিল নাবালিকা মেয়ের সাথে বিশালগড়ের ছেলেটির বিয়ে। এই নাবালিকার বিয়ের খবর পেয়ে ডি সি এম দেবপ্রিয়া দাসের নেতৃত্বে সিডিপিও এবং মহকুমা শাসকের একটি প্রতিনিধি দল এবং তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী নিয়ে তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর গ্রাম 
পঞ্চায়েতের রাম বাবু পাড়ায় মেয়েটির বাড়িতে যান।মহকুমা শাসকের প্রতিনিধি দলের খবর পেয়ে ঘটনাস্থল থেকে নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে যায় মেয়ের মা-বাবা সহ আত্মীয়-পরিজন। দীর্ঘ প্রায় দু'ঘণ্টা যাবত এলাকাবাসীর সাথে কথা বললেও পালিয়ে যাওয়া নাবালিকা মেয়েকে এবং মেয়ের পরিবারের সম্বন্ধে কোন খবর সংগ্রহ করতে পারেনি। এদিকে মেয়েটির বয়সের প্রমানপত্র এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিডিপিও। তবে বয়সের প্রমাণপত্র এবং মেয়েটিকে খোঁজার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে প্রশাসন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu