সবুজ ত্রিপুরা
৩১ মার্চ
বৃহস্পতিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ তেলিয়ামুড়া পৌর পরিষদের কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার তেলিয়ামুড়া পৌর পরিষদের
৩ জন মনোনীত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার, তেলিয়ামুড়া পৌর পরিষদের সহকারি পৌরপিতা মধুসূদন রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি,
তেলিয়ামুড়া পৌর পরিষদের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার শির্ষেন্দু দেববর্মা সহ তেলিয়ামুড়া পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের নিযুক্ত কাউন্সিলররা।এদিনের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে মনোনীত কাউন্সিলরদের তেলিয়ামুড়া পৌরপরিষদের পৌর পিতা, সহকারি পৌরপিতা সহ শিলা কাউন্সিলররা ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন।এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌর পিতা রূপক সরকার বলেন,, মনোনীত কাউন্সিলরদের মধ্যে দুজন কাউন্সিলর পূর্বেও পৌর পরিষদের নির্বাচিত কাউন্সিলর হিসেবে কাজ করে গেছেন। তিনি আশা ব্যাক্ত করেন, মনোনীত কাউন্সিলর নির্বাচিত কাউন্সিলদের সঙ্গে মিলে তেলিয়ামুড়া পৌরবাসীদের
উন্নয়নের স্বার্থে শহরের উন্নয়নকল্পে তারা কাজ করবেন। তবে এদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌর পরিষদের প্রাক্তন পৌরপিতা তথা বর্তমান ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নিতীন কুমার সাহা'কে দেখা যায়নি। বলা বাহুল্য, পৌর পরিষদের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নিতীন কুমার সাহা পৌরপিতা থেকে পদ অবনমনের পর থেকেই পৌর পরিষদ কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে তিনি গরহাজির থাকছেন। এ নিয়ে জনমনে জনমনে নানা প্রশ্ন উঁকি মারছে।
0 মন্তব্যসমূহ