বিধায়িকার হাত ধরে উদ্বোধন হলো তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সাত দিবস ব্যাপী এন.এস.এস-এর বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবিরের-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১৫ মার্চ
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ সোমবার তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে উদ্বোধন হলো তেলিয়ামুড়া দ্বাদশ 

শ্রেণী বিদ্যালয়ের সাত দিবস ব্যাপী এন.এস.এস -এর বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবিরের। এদিন প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তেলিয়ামুড়ার বিধায়িকা। অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন যমুনা দাস রায়; পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন অপু গোপ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় দেববর্মা, 

সহকারী প্রধান শিক্ষক বিভীষণ দেববর্মা সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলন করে সাত দিবস ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়িকা। অপরদিকে তেলিয়ামুড়া কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যাভবনের সাত দিবস ব্যাপী  এন.এস.এস-এর বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবিরের পঞ্চম দিনে ইউনিটের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 
উক্ত রক্তদান শিবিরে প্রায় কুড়ি (২০)জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান  করেন। এই অনুষ্ঠানটিও উদ্বোধন করেন এদিন বিধায়িকা কল্যাণী রায়। এন.এস.এস ইউনিটের বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবির'কে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় এদিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu