প্রদেশ যুব মোর্চার সভাপতির হাত ধরে বিজেপিতে যোগদান-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১৫ মার্চ
মঙ্গলবার
বিশালগড় প্রতিনিধিঃ    বিশালগড় বিজেপি মন্ডলের অন্তর্গত ১৬/৪২ ও ১৬/৫০ নং বুথে ৯ পরিবারের ২৮ জন ভোটার সিপিএম ও কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। 

বিশালগড় রাউৎখলা রাকেশ সাহা কার্যকর তার বাড়িতে সোমবার বিকেল চারটায় এক যোগদান সভা আয়োজন করা হয়। উক্ত এ যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি নবাদল বনিক, উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভূমিক উপস্থিত ছিলেন বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব, বিশালগড় বিজিবি মন্ডলের অন্যান্য কার্যকর্তারা। উক্ত এ যোগদান সভায় উপস্থিত প্রথমে 

স্বাগত ভাষণ রাখেন জেলা বিজেপি সভাপতি গৌরাঙ্গ মহাশয়, পরবর্তী সমীর মন্ডল সভাপতি সুশান্ত দেব বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা করেন পাশাপাশি কে নতুন কে পুরান কার্যকর্তা সেদিকে তুলনা না 
করে সকলকে এগিয়ে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন পরিকল্পনা কে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাস্তবতা রূপ দেওয়ার জন্য সকল নবাগত ভোটারদের আহ্বান জানান মন্ডল সভাপতি সর্বোপরি জেলা যুব মোর্চার সভাপতি জানান বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী দল থেকে কর্মীরা বিজেপি দলে গণহারে যোগদান করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu