রাজ্যের অন্যতম একটি অর্থকরী ফসল হলো পান চাষ-Sabuj Tripura


 সবুজ ত্রিপুরা 

১১ মার্চ
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ  রাজ্যের অন্যতম একটি অর্থকরী ফসল হলো পান চাষ। বাম আমলে সরকারি সাহায্য সুবিধা থেকে সম্পূর্ণ ব্রাত্য 

ছিল এই পান চাষীরা। ঘটনা তেলিয়ামুড়া মহাকুমা কৃষি দপ্তরের অধীন ব্রহ্মছড়া এলাকার।ঘটনার বিবরণে প্রকাশ, রাজ্যের অন্যতম একটি অর্থকরী ফসল হলো বাংলা পান চাষ। দীর্ঘ বছর ধরে রাজ্যের একাংশ কৃষকরা এই পান চাষের সঙ্গে জড়িত। আর এই পাণ চাষের মধ্য দিয়েই তারা জীবিকা নির্বাহ করছে। কিন্তু অন্যান্য বছরগুলোর তুলনায় এবছর বাজারে পানের 

সঠিক দাম না পাওয়ার কারণে ব্রহ্মছড়া এলাকার পান চাষীরা লাভের মুখ দেখতে পাবে না বলে জানায়। ঐ এলাকার পান চাষীরা প্রায় ৩৫ বছর ধরে এই পান চাষের সঙ্গে জড়িত রয়েছে। জানা যায় বিগত বাম সরকার এই পান চাষীদের কোনো প্রকার সরকারি সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। কিন্তু বর্তমান সরকার আসার পর পান চাষিদের কৃষি দপ্তরের মাধ্যমে আর্থিক ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বর্তমান সরকার আসার পর বিগত দু-বছর কৃষি দফতরের পক্ষ থেকে আর্থিক সহায়তা পায় এলাকার পান চাষীরা। কিন্তু এবছর কোনো এক কারনে কৃষি দপ্তরের দেওয়া এই আর্থিক সাহায্য এখনো পায়নি এলাকার পান চাষীরা।এ বিষয়ে এক পানচাষি জানায়,,, এই ব্রহ্মছড়া এলাকার পান চাষিদের 
ফলানো পান রাজ্যের বিভিন্ন বাজারে পাঠানো হয়। কিন্তু এবছর পানের বাজার দর ভালো না হওয়াতে বেশ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের।অন্যদিকে এলাকার পানচাষীদের মধ্য থেকে দাবি উঠতে শুরু করে দিয়েছে যে, বিগত দু'বছর যেমন পানচাষীদের কৃষি দফতরের পক্ষ থেকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবছর‌ও যাতে সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে তাদের এই আর্থিক অনুদান টুকু দেওয়া হয় কৃষি দফতরের পক্ষ থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu