রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের হাত ধরে কৌশল্য মেলার শুভ উদ্বোধন-Sabuj Tripura


 সবুজ ত্রিপুরা 

১১ মার্চ
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির হলগৃহে শুক্রবার তেলিয়ামুড়া ব্লক স্তরের কৌশল্য মেলার শুভ উদ্বোধন হল রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের হাত ধরে। 

সংবাদে প্রকাশ, তেলিয়ামুড়া আর.ডি ব্লকের উদ্যোগে তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হয়েছে ব্লক স্তরের কৌশল্য মেলা। শুক্রবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কৌশল্য মেলার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এদিনের এই অনুষ্ঠানে মুখ্য সচেতক ছাড়াও উপস্থিত ছিলেন 

তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন যমুনা দাস, তেলিয়ামুড়া ব্লকের ভি.ডি.ও শান্তনু বিকাশ দাস সহ অন্যান্যরা। এই মেলার মাধ্যমে নারীদের স্বনির্ভর বা আত্মনির্ভর করাই হল এই কৌশল্য মেলার মূল উদ্দেশ্য। এই কৌশল্য মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন,,, বর্তমান সমাজে শিক্ষিত মা-বোনেরা বা সামাজিক ও অর্থনৈতিক কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন মহিলাদের আত্মনির্ভর করাই এই কৌশল্য মেলার মূল উদ্দেশ্য। এই মেলা মহিলাদের স্বনির্ভর করার অনুপ্রেরণা যোগাবে। এছাড়া তিনি আরও 
বলেন বর্তমান সরকার মহিলাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছেন।তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত এদিনের এই কৌশল্য মেলায় তেলিয়ামুড়া ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্ব-সহায়ক দলগুলির দ্বারা তৈরি বিভিন্ন জিনিস সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করে। তাছাড়াও এই দিনের কৌশল্য মেলা -কে কেন্দ্র করে উপস্থিত মহিলাদের‌ও মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu