দুষ্কৃতিকারীদের লাগানো জয়রামপুর টিফিন হাউস সরেজমিন পরিদর্শনে আসেন রাজ্য যুব মোর্চার সভাপতি নবাদল বনিক-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১১ মার্চ
শুক্রবার
বিশালগড় প্রতিনিধিঃ বিশালগড় অফিসটিলা বাজারে বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতিকারীদের লাগানো জয়রামপুর টিফিন হাউস 

সরেজমিন পরিদর্শনে আসেন রাজ্য যুব মোর্চার সভাপতি নবাদল বনিক সহ অন্যান্য যুব মোর্চার কার্যকর্তারা। ক্ষতিগ্রস্ত দোকান  মালিক  দাসের সঙ্গে উক্ত ঘটনা নিয়ে দীর্ঘক্ষন কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করার আশ্বাস দেন এবং ক্ষতিগ্রস্ত দোকানের 

মালিকের হাতে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তাছাড়া যারা দলকে বদনাম করার জন্য দুস্কৃতিকারীরা চক্রান্ত করছেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান রাজ্য যুব মোর্চার সভাপতি ‌। 
অতি উৎসাহিত কিছু দুস্কৃতিকারীরা এই জিনিসটা করছেন এবং তাদেরকে সাবধান করে দেন। ভারতের জনতা পার্টির সবকা সাথ সবকা বিকাশ যে মূল মন্ত্র সে মূলমন্ত্রকে পাথেয় করে আগামী দিনে সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu