পুলিশ কর্তৃক সংবাদ সংগ্রহে বাধা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৬ মার্চ

শানিবার

তেলিয়ামুড়া  প্রতিনিধিঃ গাজর ক্ষেত থেকে গাজা সংগ্রহ করে আসার পথে রেলের ধাক্কায় মৃত্যু ৭০ ঊর্ধ্ব এক মহিলার। সংবাদ সংগ্রহ করতে 

গিয়ে এক রেল পুলিশ হেড কনস্টেবল কর্তৃক দুর্ব্যবহার করা হয় কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মেলাপাথর মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় বুধবার সকাল নাগাদ।সংবাদে জানা যায়, বুধবার সকাল নাগাদ স্থানীয় লিলু রানী দাস (৭৫) তার নিজ পুত্রবধূর সঙ্গে গাজর ক্ষেতে গাজর তোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোয়। ক্ষেতে গাজর তোলার কাজ শেষে রেল লাইন ধরে একসঙ্গে  ফিরছিল লিলু রাণী দাস। কিন্তু বাড়ি ফেরার পথে ধর্মনগর দিক থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার যাত্রীবাহী রেলের ধাক্কায় ছিটকে পড়ে লিলু রানী। 


ঘটনাস্থলেই মৃত্যু হয় লিলু রানীর ও ক্ষতবিক্ষত অবস্থায় রেললাইনের পাশে পড়ে থাকে তার মৃতদেহটি। ঘটনার খবর যায় স্থানীয় রেলপুলিশ থানায়, খবর পেয়ে ঘটনাস্থলে আসে কর্তব্যরত রেল পুলিশ। পরবর্তীতে, ঘটনাস্থল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে কর্তব্যরত রেল পুলিশের হেড কনস্টেবল স্বপন সরকারের নিকট খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকরা ঘটনার ব্যাপারে জানতে চাইলে। আচমকাই তিনি তেলে বেগুনে জ্বলে ওঠে। এমনকি, সাংবাদিকদের ক্যামেরায় হাত দিয়ে সংবাদ সংগ্রহ করতে বাধা সৃষ্টি করে এবং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার ও অশ্লীল ভাষা ব্যবহার করে। ঐ রেল পুলিশের কনস্টেবল সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকিও দিতে থাকেন। রেল পুলিশ কনস্টেবলের 

এহেনো কর্মকাণ্ডে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল জুড়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে,,,, কি কারনে সাংবাদিকদের বারবার সংবাদ সংগ্রহ করতে বাধা সৃষ্টি করছিল ঐ রেল পুলিশের হেড কনস্টেবল স্বপন সরকার।অন্যদিকে সাতসকালে রেলের ধাক্কায় মহিলার মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu