২০২৩ নির্বাচনকে পাখির চোখ করে পাহাড়ের রাজনীতি ক্রমশই চাঙ্গা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৬ মার্চ

শানিবার

তেলিয়ামুড়া  প্রতিনিধিঃ আগামী ২০২৩ নির্বাচনকে পাখির চোখ করে পাহাড়ের রাজনীতি ক্রমশই চাঙ্গা হয়ে উঠছে আঞ্চলিক 

দলগুলির হাত ধরে। সদ্য বিজেপি দলে যোগ দেওয়া TPF দলের সুপ্রিমো তথা পাতাল কন্যার খাস তালুকে জনসভা করল তিপ্রা মথা দলের সুপ্রিমো তথা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ। এই জনসভার নামে মূলত শক্তির মহড়া দিল তেলিয়ামুড়ার দুস্কি এলাকায় অর্থাৎ পাতাল কন্যার খাস তালুকে। এদিনের জনসভায় 

তিপ্রামথা দলের সুপ্রিমো তথা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ছাড়াও উপস্থিত ছিলেন তিপ্রামথা নামক আঞ্চলিক দলের অন্যান্য নেতৃত্বরা। তবে তিপ্রামথা নামক আঞ্চলিক দল আগামী ২০২৩ 

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে থাকলেও তা বাস্তবে কতটা সার্থকতা আসবে এটা মূলত প্রশ্ন চিহ্ন ঐ থেকে গেল। তবে  তিপ্রা মথা আঞ্চলিক দলের দুস্কি এলাকাতে জনজাতি অংশের মানুষজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu