বোর্ড অফ ডাইরেক্টর এর সভা ও সংবর্ধনা অনুষ্ঠান-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৬ মার্চ

শানিবার

পানিসাগার  প্রতিনিধিঃ পানিসাগর মহকুমায় অধীনস্থ  জলাবাসা কৃষি সমবায় সমিতি লিঃ (প্যাক্স) নির্বাচনের এক সপ্তাহ পর   

২৪ মার্চ আনুষ্ঠানিক ভাবে ৫ জন নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে সভাপতি এবং সহ সভাপতি পদে দায়িত্বভার অর্পিত করা হলো। আজ বেলা ১২ ঘটিকায় কৃষি সমবায় সমিতির অফিস প্রাঙ্গণে ইলেকশন অফিসার জন্ম জিৎ রায়ের সভাপতিত্বে আগামী পাঁচ 

বছরের জন্য জলাবাসা ফ্যাক্স বোর্ড অফ ডাইরেক্টর এর সভাপতির পদে অধিষ্ঠিত হন বিজয়ী প্রার্থী  রিনা নাথ তিনি ৩৪৭ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন  এবং  ৩৪১ টি ভোটে বিজয়ী সজল মালাকার সহ-সভাপতি পদে অধিষ্ঠিত হন।গত ১৭ মার্চ ২০২২ ইন বৃহস্পতিবার দিন জলাবাসা পেক্স লিমিটেডের ভোট গ্রহণ পর্ব  শেষ হয় এবং একই দিনে ভোট গণনার পর ফলাফল ঘোষণা করেছিলেন ইলেকশন অফিসার জন্ম জিৎ রায় ।  ভোটার তালিকা অনুসারে মোট ১৭৬২ জন শেয়ার হোল্ডার মধ্যে ৪৫৫ জন শেয়ারহোল্ডার  এবারের নির্বাচনে ভোট প্রদান করেন। এবারের নির্বাচনে মূলত পাঁচজন প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং শুধু একজন নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বি ছিলেন। এবারের জলাবাসা প্যাক্স 

বডি তে সদস্য পদে ১)ময়না দেব নাথ তিনি   ভোট পেয়েছেন ৩৪১ টি, ২) মতি লাল দাস তালুকদার ভোট পেয়েছেন ৩৩৬ টি,এবং ৩) শ্রী দীপক নাথ ২৬৪ টি। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর মহাকুমার বিশিষ্ট সমাজ কর্মি ধনঞ্জয় দাস এবং প্যাক্স কডিনেটর বিক্র নাথ ,জলাবাসা ও পূর্ব জলাবাসা প্রধান ও বিশিষ্ট অন্যান্যগণ। এবারে জলাবাসা কৃষি সমবায় সমিতির বোর্ড অফ ডাইরেক্টর সভাপতি রিনা নাথ আগামী পাঁচ বছর সততার সহিত জনকল্যাণে কাজ করে যাবেন বলে আশাবাদী এলাকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu