২৬ মার্চ
শানিবার
পানিসাগার প্রতিনিধিঃ উওর জেলার পানিসাগর মহকুমার পানিসাগর পঞ্চায়েতের সমিতির
কনফারেন্স হলে সাধারণ জনসাধারণদের কে নিয়ে পালিত হল ওয়ার্ল্ড কনজিউমার ডে/জাতীয় ভোক্তা দিবস। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মাননীয় শ্রী সঞ্জয় দাস মহাশয় । উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন অরুন্ধতী দাস ও ভাইস
চেয়ারপারসনসহ ধনঞ্জয় দাস, উত্তর জেলার জেলা পরিষদের সদস্য শ্রী বিকাশ শর্মা , খাদ্য দপ্তরের ফুড ইনিংপেক্টর লাল বিন থারা,ডেপুটি কালেক্টর প্রদীপ কুমার সরকার । তাছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজ সেবী বৃন্দ । এক জন ক্রেতা কোন কিছু ক্রয় করার পর তা কিভাবে যাচাই করবেন তা সঠিক কিনা তা নির্ধারণ সহ সঠিক না হলে একজন ভোক্তার কি কি করনীয় রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।
বর্তমান সরকার পরিচালিত এবং পানিসাগর মহাকুমা শাসকের তত্ত্বাবধানে প্রত্যেকটা দপ্তর এর সাথে সাথে খাদ্য দপ্তর এর কর্মীবৃন্দ যেভাবে দায়বদ্ধতা নিয়ে সুষ্ঠুভাবে সাধারণ মানুষকে পরিষেবা প্রদান করছেন তাতে সাধুবাদ জানাচ্ছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক গন।
0 মন্তব্যসমূহ