দেবকে মন্ডলের সভাপতি পদে দেখে বিজেপি দলের অন্যান্য কার্যকর্তাদের মনে ব্যাপক আনন্দ-উচ্ছাস এবং হাসি ফুটেছে। শুক্রবার ২৯ কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অতুল দেববর্মার উপস্থিতিতে কার্যকর্তাদের নিয়ে একটি বিশাল রেলির আয়োজনও করা হয়েছে। রেলিটি কৃষ্ণপুর মন্ডল প্রাঙ্গণ থেকে বেরিয়েছে তুই মধুবাজার পরিক্রমা করে মন্ডল প্রাঙ্গণে সমাপ্ত হয়।
২৯ কৃষ্ণপুরের নবনিযুক্ত মন্ডল সভাপতি টুটন দেব জানান,,,, কৃষ্ণপুর মন্ডলের সকল কর্মী-সমর্থকদের নিয়ে দলের জন্য এবং আগামীদিন সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। তাছাড়া তিনি আরও বলেন কৃষ্ণপুর মন্ডল -কে সর্বশ্রেষ্ঠ মন্ডল হিসেবে তৈরি করার জন্য তিনি কাজ করবেন। এদিন কৃষ্ণপুর মন্ডলের সভাপতির নবনিযুক্তি হওয়ায় দলীয় কার্যকর তাদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।
0 মন্তব্যসমূহ