১২ মার্চশনিবারকদমতলা প্রতিনিধিঃ যৌতুকের দাবিতে আগুনে পুড়িয়ে (আসামের)পাথারকান্দির মৈনা এলাকার কোনাগ্রামের এক গৃহবধুকে হত্যা জনিত কান্ডে আটক স্বামীর অবশেষে চার দিনের
মাথায় বিচারাধিন অবস্থায় গতকাল দুপুর দুটো নাগাদ মৃত্যু ঘটেছে। ময়না তদন্তের পর মৃত জামাল উদ্দিনের মৃতদেহ বাড়িতে আনা হলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় গ্রামের জনগন।পরে দলবল নিয়ে অকুস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন নিলামবাজারের সার্কেল অফিসার সহ পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসুমাতারি ও দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ।স্থানীয়দের অভিযোগ মুল ঘটনার পরদিন সকালে একই গ্রামের গৃহবধুর বাপের বাড়ির লোকেরা দলবদ্ধ ভাবে আক্রমণ করে অভিযুক্ত স্বামীকে বেধড়ক মারপিট করে শেষে অর্ধমৃত অবস্থায় পুলিশের হাতে সমঝে দেন।এতে প্রচন্ড মারের ধকল সইতে না পেরে গত দুদিন ধরে জেল কর্তৃপক্ষের হেফাজতে
অসুস্থ জামাল করিমগঞ্জ সিভিল হসপিট্যালে চিকিৎসারত থাকলেও শেষ রক্ষা হয়নি।এদিকে সার্কেল কর্তার উপস্থিতিতে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন লোকদের সহযোগিতায় পুলিশি ঘোরাটোপে মৃতদেহকে আজই কবরস্থ করা হয়।এ কান্ডের উপযুক্ত তদন্ত সহ দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবী তুলেছেন স্থানীয়রা।
প্রসঙ্গত উল্লেখ্য যে গত ছয় মার্চ রাতে এক রহস্যজনক অগ্নিকান্ডে মৃত্যু হয় গৃহবধু খুদেজা বেগমের।তাকে তার স্বামী নাকি যৌতুকের দাবিতে খুন করে শেষে শরিরে আগুন লাগিয়ে আত্মহত্যার রুপ দেবার চেষ্টা করেন বলে অভিযোগ।শেষে গত চারদিন ধরে আদালতের নির্দেশে জেল হাজতে ছিলেন অভিযুক্ত জামাল।
0 মন্তব্যসমূহ