প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিদ্যালয় এর উদ্যোগে সুরক্ষিত ভারত সড়ক সুরক্ষা জাগৃতি অভিযান-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৯ মার্চ

মঙ্গলবার

পানিসাগর  প্রতিনিধিঃ ২৮ শে মার্চ দুপুর বারো ঘটিকায় উওর জেলার পানিসাগর বিবেকানন্দ মুক্ত মন্চে অনুষ্ঠিত হয় প্রজাপিতা ব্রহ্মাকুমারী 

ঈশ্বরীয় বিদ্যালয়ের উদ্দ্যোগে সুরক্ষিত ভারত,সড়ক সুরক্ষা জাগৃতি অভিযানের অন্তিম লগ্নের অনুষ্ঠান। অনুষ্টান মন্চে উপবিষ্ট ছিলেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়ের ধর্মনগর সেন্টার ইনচার্জ বি,কে,মামনি,ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার অশেষ  দেব,এ,জি,এম,ধর্মনগর গোপেশ ঘোষ,পানিসাগর প্রেসক্লাবের পক্ষে সাংবাদিক দয়ানন্দ চৌধুরী,পানিসাগর বি,এম,এস,এর প্রেসিডেন্ট হিরালাল দাস,অটোরিকশা সংঘের পক্ষে অনিল নাথ এবং টুকটুক সংঘের পক্ষে বকুল দাস।


মুলত অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয় রাজ্য ভিওিক মোটর বাইক রেলীকে কেন্দ্র করে।সংস্হার পক্ষ থেকে জানানো হয় যে,চলতি মাসের কুড়ি তারিখ হইতে আগরতলা থেকে এগারো সদস্যক দুটি টিমের মাধ্যমে বাইক নিয়ে রেলী করে একটি টিম আগরতলা থেকে সাব্রুম এবং অপর টিমটি আগরতলা থেকে ধর্মনগরের উদ্দেশ্য রওয়ানা দেয়।দীর্ঘ প্রায় সপ্তাহ 

কাল সময় অতিবাহিত করে উক্ত অভিযাএি দলটি রাজ্যের খোয়াই,তেলিয়ামুড়া,আমবাসা,কমলপুর,কৈলাশহর,কুমারঘাট,কান্চনপুর,পানিসাগর হয়ে ধর্মনগরে সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবে।রেলীটি পানিসাগরে পৌছতেই বাইক অভিযাএিদের পুস্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করাহয় পানিসাগর প্রেস ক্লাবের সংবাদ কর্মীগন।মন্চে উপবিষ্ট অথিতিরা সরক সুরক্ষার উপর সচেতনতা মুলক মূল্যাবান আলোচনা রাখেন।যানবাহনের অনিয়ন্ত্রিত গতি,ট্রাফিক বিধি না মেনে চলা,বাহন চালানোর সময় মোবাইল ফোনের ব্যাবহার,নেশা সেবন করে যান বাহন চালানো এবং অস্হির মনষ্ক হয়ে যান বাহন চালনাকেই মুলত দূর্ঘটনার জন্য দায়ী বলে উল্লেখ করেন। সড়ক সুরক্ষা জাগৃতি অভিযানের মাধ্যমে মনকে 

চিন্তা মুক্ত করতে ক্ষনিকের আনন্দ,স্ফুর্তি,কৃএিম সুখের অনুভবের জন্য মাদকাসক্ত না হয়ে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়ের অনুপ্রেরণা কে কাজে লাগিয়ে আধ্যাত্মিক জ্ঞান ও রাজ যোগ মেডিটেশনের মাধ্যমে নিজেকে নেশামুক্ত করার আহবান জানানো হয়েছে।জীবনকে দুশ্চিন্তা মুক্ত, নেশা মুক্ত,সুন্দর করতে নিজ নিজ এলাকার ব্রহ্মাকুমারী শিক্ষা কেন্দ্রে গিয়ে মেডিটেশনের সহায়তা নেবার আহবান জানিয়ে অভিযাএি দলটি ধর্মনগরের উদ্দেশ্য পারি দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu