বিলথৈ স্টার ক্লাব আয়োজিত স্টার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয় বিলথৈ স্কুল মাঠে-Sabuj Tripura


 সবুজ ত্রিপুরা

২২ মার্চ

মঙ্গলবার

পানিসাগর প্রতিনিধিঃ পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথৈ স্টার ক্লাব আয়োজিত স্টার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয় বিলথৈ স্কুল মাঠে।

ক্লাব কতৃপক্ষের তরফে যানা যায় যে,উক্ত টুর্নামেন্ট টি শুরু হয়েছিল বিগত ফেব্রুয়ারী মাসের ছয় তারিখে।এতে মোট কুড়িটি দল অংশ গ্রহণ করেন।বিভিন্ন ধরনের প্রতিকুল পরিস্থিতিকে কাটিয়ে উটে শেষ পর্যন্ত ফাইনাল খেলাটি সম্পন্ন হয়।সমাপ্তি লগ্নের অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তথা স্টার ক্লাবের বিশিষ্ট সদস্য  লক্ষিকান্ত দাস।এছাড়াও উপস্হিত ছিলেন বিলথৈ গ্রাম পঞ্চায়েতর 

প্রাক্তন প্রধান ইসলাম উদ্দিন,স্টার ক্লাবের প্রেসিডেন্ট পার্থ প্রতিম নাথ,বিশিষ্ট সদস্য দেবব্রত পুরকায়স্থ,ক্লাবের কোষাধ্যক্ষ সঞ্জয় দাস  সহ অন্যান্য অথিতি বৃন্ধরা।ফাইনাল খেলায় অংশ নেয়  দুটি শক্তিশালী দল জ্বলাবাসা বেষ্ট এলিভেন বনাম এন,বি,এস,ও।টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ১৯ ওভার এক বলে সবকটি উইকেটের বিনিময়ে মোট ২২১রান করতে সক্ষম হয় এন,বি,এস,ও,দল।জবাবে ২২২ রানের লক্ষমাএা নিয়ে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৩ বলে জ্বলাবাসা একাদশ সবকটি উইকেটের বিনিময়ে ১৩৮ রান করতে সক্ষম হয়।স্বভাবতই খেলা পরিচালন কমিটি 

এন,বি,এস,ও,দলকে জয়ীবলে ঘোষণা করেন।খেলায় ম্যান অব দি সিরিজ ছিনিয়ে নেয় বিজয়ী দলের সুকমল কান্তি দাস।টুর্নামেন্টে বিজয়ী দলকে তিশ হাজার টাকার চেক সমেত ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।পাশাপাশি রানার্স দলকে দশ হাজার টাকার চেক সমেত ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।মন্চে উপস্হিত অথিতিরা খেলায় অংশ গ্রহণ কারি দূটি দলকে পুরস্কার তোলে দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu