২২ মার্চ
মঙ্গলবার
পানিসাগর প্রতিনিধিঃ ২১শে মার্চ সকাল এগারো ঘটিকায় উওর জেলার পানিসাগর মহকুমার শারির শিক্ষন মহা বিদ্যালয় সংলগ্ন
এলাকায় অবস্হিত একটি মন্দির এবং একটি মসজিদ বুল ড্রজার দিয়ে গুড়িয়ে দেয় পানিসাগর মহকুমা প্রশাসন। জানা গেছে ঐ মন্দির এবং মসজিদ গুলি তৈরি হয় আজ থেকে প্রায় চল্লিশ বছর পুর্বে ক্রমান্নয়ে তৎকালীন সময়ে পানিসাগর এলাকার নিরাপওার দায়িত্বে থাকা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের উর্ধতন কতৃপক্ষের উদ্যোগে।যদিও তৎকালীন সময়ে সি,আর,পি,এফ,দের রক্ষনা
এরই ফলশ্রুতিতে গতকাল সকালে মহকুমা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে ভেঙে ফেলা হয় মন্দির এবং মসজিদ গুলিকে।এতে উপস্হিত ছিলেন পানিসাগর মহকুমা শাসক রজত পন্থ,ডেপুটি কালেক্টর মঃ নুরুজ্জামান ইসলাম,ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক শ্যামল মুড়া সিং,পানিসাগর থানার ও,সি,ভিবাস রন্জন দাস, পানিসাগর পুর্তদপ্তরের এস,ডি,ও,সুভাষ দেব নাথ,তহশিলদার তপন দেব্বর্মা এবং কল্যান মালাকার সহ মহকুমা প্রশাসনের অন্যান্য কর্মীবৃন্ধরা।সম্পুর্ন ভাঙ্গার কাজটি সম্পন্ন করেন পানিসাগর পুর্ত দপ্তর।এতে মোট ১৯ শতক সরকারি ভুমি জবর দখল থেকে মুক্ত করা হয়।এই মর্মে সকাল থেকেই বিশাল পুলিশ, সি,আর,পি,এফ এবং টি,এস,আর,বাহিনী দিয়ে কঠোর নিরাপওা বেষ্টনীর
মধ্য দিয়ে ঘিড়ে ফেলা হয় আর,সি,পি,ই,চত্বর।প্রায় পাচ ঘন্টা সময় ধরে চলে এই উচ্ছেদ প্রক্রিয়া।এই নিয়ে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন বিশ্ব হিন্দু পরিষদের পানিসাগর প্রখন্ডের সভাপতি বিজিত রায়।
0 মন্তব্যসমূহ