সবুজ ত্রিপুরা
২৮ মার্চ
সোমবার
কাঞ্চনপুর প্রতিনিধিঃ কাঞ্চনপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্ল্যাটিনাম জয়ন্তী এবং প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব
উদযাপন উপলক্ষে সকালবেলায় এক বিশাল রেলি করা হয় । সেই রেলিতে উপস্থিত ছিলেন মাননীয় এমডিসি শ্রী শৈলেন্দ্রনাথ মহাশয়, বিশিষ্ট সমাজসেবী শ্রী গৌতম রায় মহাশয়, স্যার ভারতভূষণ চাকমা মহাশয় , এছাড়াও রয়েছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন বিদ্যালয় এবং কাঞ্চনপুর সরকারি মহাবিদ্যালয় এর ছাত্র ছাত্রীরা , পাশাপাশি দেখতে পাওয়া যায় বিভিন্ন স্কুল এবং মহাবিদ্যালয় এর এনএসএস ভলান্টিয়ার ।
রেলি শেষে সবাইকে মিষ্টি বিতরণ করা হয় । তারপর শুরু হয় প্লাটিনাম জয়ন্তী এবং প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব এর শুভ উদ্বোধন ।
সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সান্তনা চাকমা মহাশয়া, শৈলেন্দ্রনাথ মহাশয়, গৌতম রায় মহাশয় , ভারতভূষণ চাকমা মহাশয় এবং অন্যান্যরা ।
0 মন্তব্যসমূহ