বিশালগড় থানার এএসআই রাজু ভৌমিক এর সহায়তায় একদিনের প্রয়াস কর্মসূচি পালন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৬ মার্চ

শানিবার

বিশালগড়  প্রতিনিধিঃ রাজ্যে  ইদানিংকালে  বিভিন্ন অপরাধমূলক ঘটনা  লক্ষ করা যাচ্ছে। রাজ্যের প্রায় প্রতিনিয়তই  চুরি ছিনতাই  

ধর্ষণ খুন  জান দুর্ঘটনা সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটেই চলেছে  এগুলি দমন করতে  পুলিশ কোন কোন ক্ষেত্রে  সফল হচ্ছে আবার কোন কোন ক্ষেত্রে  তা সম্ভব হচ্ছে না। তবে ইতিমধ্যে  বিশালগড় মহাকুমার  বিভিন্ন জায়গায় যান  দুর্ঘটনা থেকে শুরু করে  চুরি ছিনতাই  নেশা সামগ্রীর রমরমা ব্যবসা লক্ষ্য করা যাচ্ছে  কিন্তু সবগুলোই ক্ষেত্রে  বিশালগড় থানার পুলিশ  সফলতা পাচ্ছে না। তাই এসব ধরনের অপরাধমূলক 


ঘটনা  বন্ধ করার লক্ষ্যে  আজ বিশালগড় শুভদীপ বিয়ে বাড়ি হলঘরে  বিশালগড় থানার এএসআই রাজু ভৌমিক এর সহায়তায়  একদিনের প্রয়াস কর্মসূচি  পালন করা হয়। এই প্রয়াস কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন   বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক  রাহুল দাস, বিশালগড় থানার ওসি  হিমাদ্রি সরকার, বিশালগড় বাজার কমিটির সভাপতি রতন দেব, সমাজসেবক অঞ্জন পুরকায়স্থ, সিপাহী জলা মোটর  ভেইকেল ইন্সপেক্টর, সমাজসেবক নবাদোল  বনিক সহ  বিশালগড় 

বাজার ব্যবসায়ীরা এবং স্থানীয় এলাকাবাসীরা। বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক  রাহুল দাস স্বাগত ভাষণ রাখতে গিয়ে  জানান  এলাকার বিভিন্ন অপরাধমূলক ঘটনা রুখতে  সাধারণ মানুষের সাহায্য অবশ্যই পুলিশের দরকার। এসব অপরাধমূলক ঘটনা দমন করতে  পুলিশ সর্বদা সজাগ রয়েছে  কিন্তু তারপরেও  পুলিশ এবং সাধারণ মানুষ মিলে  কাজ না করে তাহলে সম্ভব কাজও  অসম্ভব হয়ে উঠবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu