স্বাভাবিক ছন্দে তেলিয়ামুড়া এলাকা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৮ মার্চ

সোমবার

তেলিয়ামুড়া  প্রতিনিধিঃ ২৮ও ২৯ শে মার্চ দুদিন সারাদেশ ব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। 

সাধারণ ধর্মঘটকে সমর্থন জানায় অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সহ সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এর একাধিক গণসংগঠন গুলি। এই ধর্মঘটের বেলুন যে ফানুস তা শ্রমিক এবং সাধারণ মানুষজনরা সোমবার সাত সকাল থেকে বুঝিয়ে দিয়েছে। আদতে সারা দেশব্যাপী ধর্মঘট ডেকে কোনো সমস্যার সমাধান হয় না। এই ধর্মঘট শ্রমিকদের পেটে লাথির সামিল। 

রাজ্যের অন্যান্য অংশের ন্যায় তেলিয়ামুড়া তে ও শ্রমিক কৃষক রুটি রুজির সন্ধানে তাদের কর্মপরিধা চালিয়ে যায়। অন্যদিকে  বন্ধের দিনে বিদ্যালয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ছিল খোলা। অপরদিকে রাস্তায় যান চলাচল ছিল স্বাভাবিক ছন্দে বন্ধের 

কোন আছ পড়েনি তেলিয়ামুড়াতে। এদিকে বি.এম.এস. এর এক নেতৃত্ব জানান, আমরা শ্রমিকদের স্বার্থে কাজ করি। সোমবার তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন বাজারগুলিতে দোকানপাট ছিল খোলা। এবং ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিল অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছন্দে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu