কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাংবাদিক সম্মেলন-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২৬ মার্চ

শানিবার

কদমতলা  প্রতিনিধিঃ কেন্দ্র সরকারের বিদ্যাজোতী প্রকল্পে রাজ্যে একশোটি স্কুলকে বিদ্যাজোতীর আওতায় আনা হয়েছে। তারমধ্যে উত্তর জেলায় আটটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যাজোতীর আওতায় স্হান পেয়েছে। উক্ত বিদ্যাজোতী

প্রকল্পের আওতাধীন সবকটি স্কুলকে সিবিএসসি এপিলেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে।চলতি বছরের পয়লা এপ্রিল থেকে ২০২৭ সাল পর্যন্ত রাজ্যের একশোটি স্কুল সিবিএসসি এপিলেশনে অন্তর্ভুক্ত থাকবে। পরবর্তীতে রাজ্য সরকার সেই স্কুল গুলিতে সিবিএসসির মেয়াদ বাড়াতে পারে। সম্প্রতি বারো মার্চ থেকে বিদ্যাজোতীর আওতাধীন স্কুলগুলিতে শিক্ষকদের বিশেষ ট্রেনিং প্রক্রিয়া চলছে। উক্ত ট্রেনিং চলবে ২৭ মার্চ পর্যন্ত। 


তাছাড়া পঁচিশ মার্চ অর্থাৎ আজ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিদ্যাজোতী প্রকল্পের আওতাধীন স্কুল গুলিতে ক্লাস ওয়ানের ভর্তি প্রক্রিয়া চলবে।সেই মোতাবেক ধর্মনগর মহকুমার কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু দেবনাথ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।শুক্রবার সকাল ১১ নাগাদ প্রধান শিক্ষকের কক্ষে সাংবাদিক সম্মেলনে প্রধান শিক্ষক বলেন, রাজ্যের বিদ্যাজোতী প্রকল্পে একশোটি স্কুলের মধ্যে কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে বিদ্যাজোতীর আওতায় আনা হয়েছে। সেক্ষেত্রে স্হানীয় ছাত্র ছাত্রী ও অভিভাবকদের সুবিধার্থে এদিনের সাংবাদিক সম্মেলন। প্রধান শিক্ষক বলেন,বিদ্যাজোতী প্রকল্প হলো ত্রিপুরা সরকারের একটি প্রজেক্ট। সম্পূর্ণ রাজ্য সরকারের তত্ত্বাবধানেই চলবে বিদ্যাজোতী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া স্কুল গুলি।রাজ্য সরকারের এই সিদ্ধান্তে নবপ্রজন্ম ছাত্র ছাত্রীরা ন্যাশনাল এডোক্যাশন পলিসির সুবিধা পাবে। পঁচিশ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ফ্রম ফিলাপের মধ্য দিয়ে ইংলিশ মিডিয়াম ছাত্র ছাত্রীদের ক্লাস ওয়ানে ভর্তি করানো হবে।তবে শিক্ষা দপ্তরের গাইডলাইন অনুযায়ী কদমতলা স্কুলে পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে। বিদ্যাজোতী আওতায় কদমতলা স্কুল অন্তর্ভুক্ত হওয়াতে ক্লাস ওয়ানের ছাত্র ছাত্রীদের জন্য দেয়া হবে একজন নার্স। সাংবাদিক সম্মেলনে প্রধান শিক্ষক আরো বলেন,বিদ্যাজোতী প্রকল্পের আওতাধীন স্কুলে ভর্তি বা পঠনপাঠনে কোন টাকা পয়সার প্রয়োজন নেই।গ্রাম পাহাড়ের ছাত্র ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে সিবিএসসি বোর্ডে 

পাঠদান দিতে বিদ্যাজোতী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের এক অভিনব প্রয়াস বলেও প্রধান শিক্ষক এদিনের সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু দেবনাথ,এস এম সি কমিটির চেয়ারম্যান বিনতা নাথ,কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব প্রমুখ, বিশিষ্ট ব্যক্তিত্ব অমিতাভ নাথ প্রমূখ।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu