হৃদরোগে আক্রান্ত হয়ে পুকুরের পাড়ে মৃত্যু হল এক তেইশ বর্ষীয়া যুবতীর-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৮ মার্চ

সোমবার

কদমতলা  প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত হয়ে পুকুরের পাড়ে মৃত্যু হল এক তেইশ বর্ষীয়া যুবতীর। 

সাতসকালেই এই মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তেই বাগন গ্রামে কান্নার রোল পড়ে যায়। ঘটনার বিবরণে প্রকাশ, রবিবার সকাল সাতটা নাগাদ সুমি দেব(২৩, পিতা নিতাই দেব) বাড়ি চুড়াইবাড়ি থানাধীন বাগন গ্ৰামের ৫নং ওয়ার্ডে।সে নিত্য দিনের মতো বাসন মাজতে পুকুর পাড়ে যায়। তখনো বাড়ির অন্যান্য সদস্যরা ঘুম থেকে উঠেনি। তখন পুকুর পাড়ে হঠাৎ মূর্ছা যায় সুমি। 


প্রায় দশ মিনিট জলে পড়ে থাকায় সেখানেই তার মৃত্যু হয়ে যায়। তারপর হঠাৎ বাড়ির লোকজন তাকে পুকুরপাড়ে পড়ে থাকতে দেখে চিৎকার চেচামেচি করে। খবর দেওয়া হয় প্রেমতলা দমকল বাহিনীকে দমকলের কর্মীরা এসে  সেখান থেকে উদ্ধার করে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। 

সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তার পরিবার সূত্রে জানা গেছে বেশ কয়েক বছর ধরে সে শারীরিক ও মানসিক বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। তাছাড়া প্রায়ই বাসন পত্র ধোতে সে পুকুরে ব্যস্ত থাকতো।আগে থেকে মৃগী রোগ ছিল বলেও জানা গেছে। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে গোটা বাগন গ্রামে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu