সবুজ ত্রিপুরা
২৮ মার্চ
সোমবার
বিশালগড় প্রতিনিধিঃ রবিবার বিশালগড় মহাকুমার কমলাসাগর বিধানসভায় গকুলনগর ১২ নং শ্যামাপ্রসাদ মুখার্জী শক্তি কেন্দ্রর
উদ্যোগে ধন্যবাদ রেলি ও যোগদান সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকাল ৪ টা নাগাদ ধন্যবাদ রেলি অনুষ্ঠিত হয়। ধন্যবাদ রেলিটি বিজেপি দলীয় অফিস সংলগ্ন এলাকায় জমায়েত হয়। পরে রেলিটি কমলাসাগর মূল সড়ক দিয়ে আগরতলা বিশালগড় জাতীয় সড়ক হয়ে দলীয় পার্টি অফিস সংলগ্ন এলাকায় এসে সমাপ্ত হয়।
সেখানে একটি সভা করা হয় ওই সভায় উপস্থিত ছিলেন খাদি বোর্ডের চেয়ারম্যান নাজির ভট্টাচার্য সিপাহী জলা জেলার সভাপতি গৌরাঙ্গ ভৌমিক। কমলাসাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী সহ আরো অন্যান্য নেতৃত্বরা। সভায় আলোচনা করতে গিয়ে রাজিব ভট্টাচার্য রাজ্যের বিরোধী দলের বিভিন্ন সমালোচনা করে। তাছাড়া রাজ্যের ২০২২-২৩ অর্থবছরের জনমুখী বাজেট প্রেসের অভিনন্দন জানিয়েছেন।
রাজ্যে বয়স্ক ভাতা বৃদ্ধির এবং মহিলাদের ৩৩ শতাংশ রিজার্ভেশন স্বাগত জানিয়ে ইনফিনিটি অনুষ্ঠিত হয়। ঐদিনের সভায় বিরোধী দল ত্যাগ করে ২ পরিবারে ৬ জন ভোটার বিজিবি পতাকার তলে সমিল হন। তাদের কে বরণ করে নেন রাজ্যের খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য সহ নেতৃত্বরা।
0 মন্তব্যসমূহ