জ্বলাবাসা দ্বাদশ মান বিদ্যালয়ে দুই দিন ব্যাপী পরিবেশ সচেতনতা বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১৬ মার্চ
বুধবার
পানিসাগর প্রতিনিধিঃ ইয়থ এন্ড ইকো ক্লাবের উদ্যোগে জ্বলাবাসা দ্বাদশ মান বিদ্যালয়ে দুই দিন ব্যাপী পরিবেশ সচেতনতা বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং সেমিনার বিপুল 

উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জ্বলাবাসা দ্বাদশ মান বিদ্যালয়ে ১৪ এবং  ১৫ -ই মার্চ এই দুদিন সমগ্র শিক্ষা অভিযান এর অঙ্গ হিসাবে "ইয়থ এন্ড ইকো ক্লাবের"উদ্যোগে পরিবেশ সচেতনতা বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং সেমিনার দীপক সংখ্যক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে বিপুল উতসাহ-উদ্দীপনা সম্পন্ন হয়। উক্ত দিবসে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী যুক্ত অরুন কান্তি মহাশয়, প্রথম দিনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত সদস্য বিকাশ শর্মা মহোদয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের 

সূচনা হয়,প্রথম দিনে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী কতৃর্ক একক সঙ্গীত,বক্তৃতা, নৃত্য,পোস্টার এবং বসে আকো প্রতিযোগিতা সম্পন্ন হয়।মোবাইল ফোনের লাগামহীন ব্যাবহার - এর প্রভাবে তার ক্ষতিকারক দিক যেভাবে যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে - সে সম্পর্কে বক্তৃতা প্রতিযোগিতা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। বিদ্যালয়ের মণিপুরী সম্প্রদায়ের ছাত্রীরা নৃত্য পরিবেশনার মাধ্যমে তাদের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছে। বসে আঁকো প্রতিযোগিতায় ছাত্রদের পরিবেশ বিষয়ক সচেতনতা প্রকট হয়ে উঠেছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উত্তর ত্রিপুরা জেলা বন আধিকারিক এইচ, ভিগ্নেস, ধর্মনগর মহকুমার বন আধিকারিক রাকেশ দাস এবং পানিসাগার বন দপ্তরের মাননীয় রেঞ্জার - এই ত্রয়ী ব্যাক্তিত্বের উপস্থিতিতে পরিবেশ বিষয়ক সেমিনার আরো প্রাণবন্ত হয়ে ওঠে। উল্লেখিত ব্যাক্তি ত্রয় পরিবেশে রক্ষায় বনভূমির অপরিসীম গুরুত্বের বিষয়টি উদাহরণ সাপেক্ষে বিস্তৃত আলোচনা রাখেন। আমাদের সকলের সমবেত প্রচেষ্টায় এই পৃথিবীর বনভূমি যাতে সুরক্ষিত থাকে তৎসঙ্গে বন সৃজনে আমাদের ভূমিকা যেন আরো বেশি বাস্তবায়িত হয় - এই লক্ষ্যে উনাদের আলোচনা ছাত্র - ছাত্রীদেরকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। ছাত্র - ছাত্রীদের মধ্যে সম্পাদিত কুইজ প্রতিযোগিতায় ও ভালো সাড়া পাওয়া যায়, অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  শ্রীযুক্ত অরুণ কান্তি দেব মহোদয়ের দ্বারা পরিবেশিত নাটক। এই নাটকের মাধ্যমে বৃক্ষছেদন নয় বৃক্ষরোপণ প্রয়োজন তথা পৃথিবীকে আরো সবুজ করে তোলার জন্য এই সমাজের প্রতিটি মানুষের দায়বদ্ধতার 
প্রয়োজনীয়তা সংক্রান্ত বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ছাত্র - ছাত্রীদের মধ্যে পরিবেশ বিষয়ক ধারণা সমৃদ্ধ করার লক্ষ্যে অনুষ্ঠানের মুখ্য সঞ্চালন তথা, বিজ্ঞান শিক্ষক নির্মল দেব নাথের তৎপরতা ছিল চোখে মতন, পরিবেশ বিষয়ক উনার আলোচনা ছাত্র - ছাত্রীরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছে। উক্ত সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বিশেষজ্ঞ ডঃ  বিপ্লব ব্রহ্ম। তিনি বর্তমান সময়ে পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তার ওপর বিস্তারিত আলোচনা রাখেন । পরিশেষে পুরুস্কার বিতরণ এবং সভাপতির সমাপ্তি সূচক ভাষণ এর মাধ্যমে জমজমাট অনুষ্ঠানের পর্ব সম্পন্ন হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu