উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, সাথে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চ্যায়ারমেন প্রদ্যুৎ দে সরকার সাথে ছিলেন, উত্তর ত্রিপুরা জেলা শাসক, ধর্মনগরের মহকুমা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও ধর্মনগরের বীর সন্তান শহীদ শম্ভু রায়ের পিতা দীপক রায় সহ ধর্মনগরের সুনাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল প্রকল্পের অর্থে শহীদ স্মৃতি স্ট্যাচু নির্মিত করা হয়। অনুষ্ঠানে ধর্মনগরের বীর সন্তান প্রাক্তন ভারতীয় সেনা বাহিনীর জওয়ান বিবেকানন্দ ভট্টাচার্যকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
বিধায়ক বিশ্ববন্ধু সেন তার আলোচনায় ভারত চিন সীমান্তের নিরস্ত্র ভারতীয় সেনাদের সশস্ত্র চিনা শত্রুদের আক্রমণের প্রতিরোধের আত্মবলিদানের কথা তুলে ধরেন। তাই তাদের সাহসীকতা ,ত্যাগ ও আত্মবলিদান কে সম্মান জানিয়ে এই শহীদ স্মৃতি স্থাপন করার হয়েছে পাশাপাশি এই স্থানের নতুন নামকরণ করা হয় বলে জানান তিনি ।
0 মন্তব্যসমূহ