নেতৃত্বদের হত্যার কষে ছিল। কিন্তু কংগ্রেস এর পক্ষে নিযুক্ত আইনজীবীর সওয়াল জবাবে পেট্রোল কোন ধরনের বিস্ফোরক পদার্থ নয় বলে এই অভিযোগ অনেকটাই হালকা হয়ে যায়। যার ফলশ্রুতিতে মঙ্গলবার মাননীয় আদালত এই ৭ জনের জামিন মঞ্জুর করে বলে জানায় কংগ্রেস নেতৃত্বরা।এদিকে জেল থেকে বের হয়েই মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে কটাক্ষ করেন কংগ্রেস কর্মীরা। ছাত্র নেতা সম্রাট রায় জেলের মধ্যে আতপ চাল খাওয়ানোর জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কে ধন্যবাদ জানান। এছাড়াও জেলের মধ্যে বসে একটি কবিতা লেখেন যুব নেত্রী আর্নিকা সাহা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই বিস্ফোরক কবিতাটি পাঠ করে শোনান আর্নিকা । এদিন জেল থেকে ছাড়া পাওয়া কংগ্রেস কর্মীদের স্বাগত
জানাতে সদ্য বিজেপি দল ত্যাগ করা প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন, আসিস সাহা, প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা, গোপাল রায় সহ পুরো কংগ্রেস ভবন চলে আসে বিশালগড় স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে। থেকে বের হওয়ার পর কংগ্রেস কর্মীদের গলায় ফুলের মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় কংগ্রেস দলের পক্ষ থেকে।
0 মন্তব্যসমূহ