মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে মহিলা মোর্চার উদ্যোগে রেলি-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 

১৬ মার্চ
বুধবার
বিশালগড় প্রতিনিধিঃ   কমলাসাগর মহিলা মোর্চার উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী  বিপ্লব কুমার দেব কে ধন্যবাদ জানিয়ে এক রেলি অনুষ্ঠিত হয়। 

রাস্তার মাতা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়ে। সেখান থেকে মহিলা মোর্চার  রেলি অনুষ্ঠিত হয়। রেলি টি প্রথমে  কমলাসাগর রাস্তার মাথার  বিভিন্ন পদ পরিক্রমা করে বিশালগড় আগরতলা জাতীয় সরক হয়ে  রাস্তার মাতা স্থিত দলীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। ঐদিনের রেলিতে 

উপস্থিত ছিলেন কমলাসাগর মহিলা মোর্চার সভানেত্রী ঝুমুর সরকার  সহ-সভানেত্রী  সীমা রুদ্র পাল এবং বিশালগড় ব্লক চেয়ারপারসন ছন্ধ্যা 
দেববর্মা সহ আরো অন্যান্য নেত্রীরা। মিছিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য 33 শতাংশ আসন সংরক্ষিত করার লক্ষ্যে এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে  তার জন্যই কমলাসাগর মহিলা মোর্চার উদ্যোগে ধন্যবাদ  রেলি অনুষ্ঠিত হয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu