যুব মোর্চার কর্মীরা মৃতের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১২ মার্চ
শনিবার
বিশালগড় প্রতিনিধিঃ গত ৯ মার্চ রাতে আমতলী থানাধীন হাপানিয়া এলাকায় অটো বাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশালগড় 

প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েতের রতন নগর বর্মন টিলা এলাকার হতদরিদ্র সুবল বর্মন এর একমাত্র ছেলে অমিত বর্মন এর। শনিবার যুব মোর্চার সিপাহীজলা উত্তর জেলার সহ-সভাপতি শান্ত দেবনাথ সহ অন্যান্য যুব মোর্চার কর্মীরা মৃতের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং কিছু আর্থিক সাহায্য 

পরিবারের হাতে তুলে দেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত দেবনাথ বলেন, অমিত বর্মন যুব মোর্চার একনিষ্ঠ কর্মী ছিলেন। দীর্ঘদিন যাবৎ যুব মোর্চার হয় এলাকায় সংগঠনের দায়িত্ব সামলেছেন। 
অমিতের শোকাহত পরিবারের পাশে রয়েছে যুব মোর্চার কর্মীরা। আগামী দিনেও যেকোনো প্রয়োজনে অমিত এর পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন যুব মোর্চার জেলা সহ-সভাপতি শান্ত দেবনাথ।অমিত তার বংশের একমাত্র ছেলে ছিল। তার মৃত্যুতে তার বংশের প্রদীপ নিভে গেছে বলে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের লোকেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu