আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে ২ দিবসিয় স্কিল অনুষ্ঠান-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১২ মার্চ
শনিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে উওর জেলার পানিসাগর কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পানিসাগর মহকুমার 

অন্তর্গত পেকুছড়া হাই স্কুলের হল ঘরে অনুষ্ঠিত হয় স্হানীয় এলাকার প্রায় চৌদ্দটি স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে ২ দিবসিয় স্কিল অনুষ্ঠানের।পাশাপাশি অনুষ্ঠিত হয় মহিলাদের নিয়ে এন্টার প্রেনার শিপের উপর বিশেষ ট্রেইনিং তথা উন্নয়ন মুখী প্রশিক্ষণ মুলক অনুষ্টান।এতে উপস্হিত ছিলেন পেকুছড়া গ্রামের মাননীয় প্রধান শ্রীমতি শৈবা রানি দাস মহাশয়া।এছাড়াও উপস্হিত 

ছিলেন  পন্চায়েত সদস্য মঃসুরমান আলি এবং শ্রীমতি কল্পনা ধর,পন্চায়েত সচিব শ্রীযুক্ত গোপেন্দ্র সরকার,পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের এক্সটার্নাল এস,এম,এস,শ্রীমতি কংকা বতি কলই,পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের ফিসারী ইনস্ট্রাকটার মিস নেইলি দেব্বর্মা,পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সয়েল ল্যাব টেকনিশিয়ান মিস দেবযানী দাস এবং পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্লান্ট প্রটেকশন এস,এম,এস,মিস টুসি চাকমা মহোদয়ারা।এতে পেকুছড়া গ্রাম পঞ্চায়েতর মোট কুড়িটি স্বসহায়ক দলের মধ্য থেকে মোট চৌদ্দ টি দলের প্রায় চল্লিশ জন মহিলাগন।আজকের এই অনুষ্ঠানে মুলত মাটি,মাছ এবং আই,পি,এম,এর উপর ভিত্তি করেই আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।পাশাপাশি উপস্হিত মহিলাদের নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এতে আকর্ষনীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় স্বসহায়ক দলের মহিলাদের মধ্যে রিক্স চেকিং গেইম।এতে করে গ্রামীণ এলাকার মহিলারা নিজ নিজ চাহিদার যোগান যোগাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় থমকে পড়ে।মুলত তাদের উদ্দেশ্য করেই আজকের এই গেইম পরিচালনার মাধ্যমে মহিলাদের অত্যধিক রিক্স থেকে বিরত থাকার প্রবনতাকে হ্রাস করার লক্ষমাএা নির্ধারন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu