তারা যথারীতি এদিন স্থানীয় রাজমোহন সিনহার বাড়িতে গিয়ে গৃহকর্তাকে বকেয়া বিদ্যুত বিলের ব্যাপারটি অবগত করান।পরে বিদ্যুৎ মাশুল পরিশোধ না করায় তার বাড়ির সংযোগ ছিন্ন করতে যান।এতে রাজমোহন সিনহার ছেলে রাজা সিনহা তাদেরকে গালাগাল দিতে শুরু করে।এবং এক সময়ে সে রাগের বশে ধাঁরালো দা নিয়ে আক্রমণ করে বসে কর্তব্যরত বিদ্যুত কর্মীদের।ভাগ্যিস এতে কোনো রক্তারক্তি কান্ড ঘটেনি অন্যরা এগিয়ে এসে সামাল দেন পরিস্থিতি।তবে নুরুল ও জাকারিয়া দুজনের হাতে পায়ের আঙুলে সামান্য আঘাত লেগেছে।পরে ঘটনাস্থল থেকে পুরো বিষয়টি ফোনযোগে এসডিওকে অবগত করা হয়।এতে এদিনই রাতে বাজারিছড়া থানায় এ মর্মে এক লিখিত এজাহার দাখিল করা হয় লোয়াইরপোয়া এপিডিসিএল কার্যালয়ের পক্ষে।পরে এ ঘটনায় নাগ্রা পুলিশের পক্ষে অভিযুক্তকে আটক করা হলেও পরক্ষণে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ।পুলিশের এমন সিদ্ধান্তে আগামীদিনে বিদ্যুত কর্মীদের নিরাপত্তা নিয়ে় এক বিরাট প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।এদিকে নাগ্রা ইনচার্জের কাছে এ মর্মে জানতে চাইলে তিনি বলেন খবর পেয়ে পুলিশ অকুস্থলে পৌঁছে তদন্ত শুরু করার পাশাপাশি অভিযুক্তকে আটক করে নিয়ে আসে।পরে অভিযুক্তের পক্ষে দুদিন পর ফের পুলিশের কাছে হাজির হবার শর্তসাপেক্ষে ব্যক্তিগত মুছলেখায় পুলিশ তাকে নোটিশ দর্শিয়ে ছেড়ে দেয়।এদিকে এমন বিক্ষিপ্ত ঘটনার সুত্রপাতে রাজমোহন সিনহার বাড়ির লাগোয়া প্রটেকশনহীন ট্রান্সফর্মারে প্রটেকশন প্রদানের দাবির কথা পুুুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে।পুলিশ পুরো ঘটনার তদন্ত অব্যাহত রেখে ভালো ভাবে খতিয়ে দেখছে বিষয়টি।তবে ঘটনার
সুত্রপাত যে কারণেই হোক সরকারি কর্তব্য পালন করতে যাওয়া কর্মীদের উপর এমন মারমুখী আক্রমণের তীব্র নিন্দা জানান এলাকার সচেতন লোকেরা।এবং এদিনের ঘটনায় সরজমিনে উপস্থিত থাকা এপিডিসিএল কর্মীরা এর সুবিচারের দাবি জানান।এবং দোষী ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান অন্যথায় তারা গনতান্ত্রিক উপায়ে বৃহত্তর গণআন্দোলনের পথে পা বাড়াবেন বলে স্পষ্ট জানিয়ে দেন।
0 মন্তব্যসমূহ