প্রাঙ্গণ থেকে বেরিয়ে গোটা তেলিয়ামুড়া শহর পরিক্রমা করে আবার মন্ডল প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। এদিনের এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিজেপি তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস-চেয়ারম্যান মধুসূদন রায় সহ বিপুল সংখ্যক বিজেপির নেতাকর্মীরা।এদিনের এই বিশাল বিজয় মিছিলকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক জানান চার রাজ্যে বিজেপির বিপুল জয়ে আনন্দে মাতোয়ারা হয়েছে গোটা দেশবাসী। তিনি এদিনের এই মিছিল থেকে বার্তা রাখেন ‘ফির একবার ভারতীয় জনতা পার্টির সরকার’। তিনি আরও বলেন আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে রাজ্যে আবারো বিপ্লব দেবজীর নেতৃত্বে
ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে এবং ২০২৪ সালে কেন্দ্রেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর নেতৃত্বে পুনরায় বিজিপি সরকার গঠিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।রবিবার তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত বিজেপির বিশাল এই বিজয় মিছিলকে কেন্দ্র করে বিজেপির কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষজনদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।
0 মন্তব্যসমূহ