ইট সোলিং রাস্তার ইট গুলো উঠে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে সেই রাস্তাটি। এই রাস্তা ধরে যেমন সাধারণ মানুষ যাতায়াত করে ঠিক তেমনি তারা চাঁন রুপিনী পাড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়া ছাত্র ছাত্রীরা নিজেদের জীবনকে বাজি রেখে যাতায়াত করছে। এলাকাবাসীদের পক্ষ থেকে এই রাস্তাটি বার-বার সংস্কারের
দাবি জানিয়ে আসলেও কোন প্রকার কর্ণপাতই করছে না সংশ্লিষ্ট দপ্তরের কর্তা বাবুরা। ফলে বর্ষা মৌসুমে এই রাস্তা ধরে যাতায়াত করতে কতটুকু বেগ পোহাতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। সহজ-সরল গ্রামবাসীরা চাইছে এই রাস্তা সংস্কারের কাজে অতি দ্রুত হাত লাগাক সংশ্লিষ্ট দপ্তর, এখন দেখার বিষয় বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদ পরিবেশনের পর কবে নাগাদ এই মরণফাঁদ গ্রস্ত রাস্তাটি সংস্কারের কাজে হাত লাগাই সংশ্লিষ্ট দপ্তর।
0 মন্তব্যসমূহ