রাতের অন্ধকারে নিশি-কুটুম্বের হানাদারিতে অতিষ্ঠ তেলিয়ামুড়ার জন জীবন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

২ ফেব্রুয়ারি
বুধবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ  তেলিয়ামুড়ার কোথাও না কোথাও চুরির ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলছে। কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন তেলিয়ামুড়া থানার পুলিশ।

ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়া প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমুনী এলাকায় তেলিয়ামুড়া ফায়ার সার্ভিসের বিপরীত পাশে নন্দন ঘোষ নামের জনৈক এক ব্যাক্তির স্টেশনারি দোকান রয়েছে। সোমবার রাতে নন্দন বাবুর স্টেশনারি দোকানে টিনের বেড়া কেটে হানা দেয় নিশি-কুটুম্ব এবং কিছু টাকা, সিগারেট প্যাকেট সহ বিভিন্ন দামি কসমেটিকের জিনিস নিয়ে চম্পট দেয়। পরবর্তীতে দোকান মালিক নন্দন ঘোষ ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে 

খবর দেয় তেলিয়ামুড়া থানায়। এবং তেলিয়ামুড়া থানার পুলিশ নন্দন বাবুর দোকানে ছুটে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আসে। এ বিষয়ে নন্দন বাবু জানায় যে, নেশায় আসক্ত কোনো লোক‌ই হয়তো রাতের অন্ধকারে এই ঘটনাটি ঘটিয়েছে। নন্দন বাবু আর‌ও জানায় যে যদি প্রতিনিয়ত তেলিয়ামুড়া শহরে এরকম চুরির ঘটনা ঘটতে থাকে তাহলে 
তাদের ব্যাবসা করা দায় হয়ে দাঁড়াবে।অন্যদিকে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবু দের ভূমিকা নিয়ে। এখন এটাই দেখার বিষয় তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা তেলিয়ামুড়া শহরে রাতের অন্ধকারে নিশিকুটুম্বের হানাদারি রুখতে কি ভূমিকা গ্রহণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu