আবারো জান সন্ত্রাসের বলি এক যানচালক-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১ ফেব্রুয়ারি
মঙ্গলবার
বক্সনগর প্রতিনিধিঃ ঘটনা সোনামুড়া থানাধীন সোনামুড়া থেকে মেলাঘর মূল সড়কের সোনামুড়া এইচপি পেট্রোল পাম্প  সংলগ্ন এলাকায় । 

TR072632 নাম্বার অটো এবং  ওয়াগনার গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয় অটো  চালক তপন শীল বয়স আনুমানিক ৪০ । বাড়ি  সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত ধলিয়াই ৬ নং ওয়ার্ডে, ওয়াগনার গাড়িটি পালিয়ে যায়, ঘটনাটি সংঘটিত হয় সোমবার রাত আনুমানিক ১১টা নাগাদ । 

বিকট শব্দ শুনতে পেয়ে পার্শ্ববর্তী লোকজন এসে ঘটনা প্রত্যক্ষ করে খবর দেয় অগ্নিনির্বাপক দপ্তর এবং সোনামুড়া থানা পুলিশকে। মৃত ব্যক্তিকে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়।  ঘটনার তদন্ত করছে পুলিশ।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। 
উল্লেখ্য প্রায় প্রতিদিন ই এই স্হানটিতে ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। সেই ক্ষেত্রে এই স্থানটিতে যদি ট্রাফিক কন্ট্রোল এর ব্যবস্থা করা হয় তাহলে হয়তবা এই ধরনের দুর্ঘটনা কিছুটা হ্রাস করা যাবে অভিমত এলাকাবাসীর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu