অজানা পোকাড় আক্রমণে ফলানো অন্যান্য সব শাকসব্জি নষ্ট হয়ে গেছে বলে জানায়। অন্যদিকে মটরশুটি ক্ষেত করেও ব্যাপক ক্ষতির সম্মুখীন মগবাড়ি এলাকার কৃষকরা। একেই তো এবছর মটরশুঁটির ফলন কম, তার উপর আবার গাছও মরে যাচ্ছে। ফলে এলাকার কৃষকদের কপালে এক প্রকার চিন্তার ভাঁজ।
অন্যান্য বছরগুলোর তুলনায় এবছর মটরশুঁটির ফলন কম হওয়ায় রাতের ঘুম কেড়ে নিয়েছে এলাকার কৃষকদের। বাজারেও মিলছে না সঠিক দর। এ বিষয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, তেলিয়ামুড়া মহাকুমা কৃষি দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে তাদের কোনো সহযোগিতা হাত বাড়িয়ে দেয়নি।সবমিলিয়ে বলা চলে তেলিয়ামুড়া মহাকুমা কৃষি দপ্তর যেন এক প্রকার কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন।
0 মন্তব্যসমূহ