অজানা পোকাড় আক্রমণে মটরশুটি চাষ করে ক্ষতির সম্মুখীন কৃষকরা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১ ফেব্রুয়ারি
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ঘটনা তেলিয়ামুড়া মহাকুমা কৃষি দপ্তরের অধীনে চাকমাঘাটের মগ বাড়ি এলাকার।

খবরে প্রকাশ, তেলিয়ামুড়া মহাকুমার চাকমাঘাট স্থিত মগবাড়ি এলাকায় প্রায় ৬০ টি জনজাতি পরিবারের বসবাস। মগবাড়ি এলাকায় বসবাসকারী জনজাতি পরিবারগুলির অধিকাংশ জীবিকা নির্বাহন করার জন্য কৃষি কাজ করেন। কিন্তু এ বছর অন্যান্য শাক সব্জির পাশাপাশি তারা ফলিয়েছিল মটরশুটি। 

অজানা পোকাড় আক্রমণে ফলানো অন্যান্য সব শাকসব্জি নষ্ট হয়ে গেছে বলে জানায়। অন্যদিকে মটরশুটি ক্ষেত করেও ব্যাপক ক্ষতির সম্মুখীন মগবাড়ি এলাকার কৃষকরা। একেই তো এবছর মটরশুঁটির ফলন কম, তার উপর আবার গাছ‌ও মরে যাচ্ছে। ফলে এলাকার কৃষকদের কপালে এক প্রকার চিন্তার ভাঁজ। 
অন্যান্য বছরগুলোর তুলনায় এবছর মটরশুঁটির ফলন কম হ‌ওয়ায় রাতের ঘুম কেড়ে নিয়েছে এলাকার কৃষকদের। বাজারেও মিলছে না সঠিক দর। এ বিষয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, তেলিয়ামুড়া মহাকুমা কৃষি দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে তাদের কোনো সহযোগিতা হাত বাড়িয়ে দেয়নি।সবমিলিয়ে বলা চলে তেলিয়ামুড়া মহাকুমা কৃষি দপ্তর যেন এক প্রকার কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu