রেল পুলিশ আরপিএফের তরফে জানানো হয়েছে সোমবার দুপুরে আগরতলা-শিলচর যাত্রীবাহী ট্রেনটি ধর্মনগর রেলওয়ে স্টেশনে এলে প্রতিদিনের মত ট্রেনটিতে রুটিন তল্লাশি চালানোর সময় ট্রেনের একটি কামরার মালিকবিহীন একটি ব্যাগ থেকে ৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। ধর্মনগর আরপিএফের আধিকারিক লক্ষণ দেববর্মা জানান উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক প্রায় ৫০ হাজার টাকা হবে । গাঁজা গুলো বহি:রাজ্যে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারনা। তবে ট্রেন থেকে গাঁজা উদ্ধার করা গেলেও গাঁজা কারবারিকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ ।
অপর দিকে সোমবার অল্প সময়ের ব্যবধানে আসাম আগরতলা জাতীয় সড়কে রুটিন তল্লাশি চলাকালীন ধর্মনগরের বাগবাসা ফাঁড়ির পুলিশ টিআর-০৪-৩৪০৫ নম্বরের একটি বোলেরো গাড়িকে সন্দেহভাজন ভাবে আটক করে ।গাড়িটি থেকে মোট ১০৭ কেজি গাঁজা সমেত গাড়ি চালক সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ ।এ বিষয়ে ডিআইবি ডিএসপি মিহির দত্ত জানান উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা হবে । এনডিপিস ধারায় একটি মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। একি দিনে প্রায় একি সময়ে রেল পথ ও সড়ক পথে গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে গোটা ধর্মনগরে চাঞ্চল্য ছড়িয়েছে।
0 মন্তব্যসমূহ