পাচার করার সময় বনদপ্তর এর হাতে আটক হয় গাড়ি বোঝাই অবৈধ চোরাই কাঠ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

২১ ফেব্রুয়ারি
সোমবার
তেলিয়ামুড়া 
প্রতিনিধিঃ বনদস্যুদের দৌলতে তেলিয়ামুড়ার বিস্তীর্ণ এলাকার বনাঞ্চলের মূল্যবান গাছ সব ফাঁকা হয়ে যাচ্ছে। 

আবারো অবৈধ চোরাই কাঠ পাচার করার সময় বনদপ্তর এর হাতে আটক হয় গাড়ি বোঝাই অবৈধ চোরাই কাঠ।খবরে প্রকাশ, রবিবার গভীর রাতে তেলিয়ামুড়া বন বিভাগের অধীন দাউছড়া এলাকায় TR 01 K 0620 নাম্বারের একটি মারুতি ভ্যান গাড়ি বোঝাই  করে চোরাই কাঠ পাচারের খবর আসে তেলিয়ামুড়া বনবিভাগের আধিকারিকদের কাছে। 

এই গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া বনবিভাগের আধিকারিকরা দাউছড়া এলাকায় গিয়ে গাড়িটি কে দাঁড় করানোর চেষ্টা করা মাত্রই গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে দীর্ঘ সময় পিছু ধাওয়া পর রতিয়া এলাকায় বনদপ্তরের হাতে আটক হয় ওই অবৈধ কাঠ বোঝাই গাড়িটি। 
জানা যায় গাড়িটিতে ২০ ফুট অবৈধ বহুমূল্যবান কাঠ ছিল।এ বিষয়ে তেলিয়ামুড়া বনবিভাগের এক আধিকারিক জানায় আটককৃত মূল্যবান অবৈধ চোরাই কাঠ সহ গাড়ির বাজার মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকার হবে। আগামী দিনে বনদস্যুদের বিরুদ্ধে বনদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বনদপ্তরের এক আধিকারিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu