এই গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া বনবিভাগের আধিকারিকরা দাউছড়া এলাকায় গিয়ে গাড়িটি কে দাঁড় করানোর চেষ্টা করা মাত্রই গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে দীর্ঘ সময় পিছু ধাওয়া পর রতিয়া এলাকায় বনদপ্তরের হাতে আটক হয় ওই অবৈধ কাঠ বোঝাই গাড়িটি।
জানা যায় গাড়িটিতে ২০ ফুট অবৈধ বহুমূল্যবান কাঠ ছিল।এ বিষয়ে তেলিয়ামুড়া বনবিভাগের এক আধিকারিক জানায় আটককৃত মূল্যবান অবৈধ চোরাই কাঠ সহ গাড়ির বাজার মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকার হবে। আগামী দিনে বনদস্যুদের বিরুদ্ধে বনদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বনদপ্তরের এক আধিকারিক।
0 মন্তব্যসমূহ