হওয়াতে ফায়ার সার্ভিসের একটি ইন্জিন ঘটনা স্হলে পৌছালেও ততক্ষণে সবকিছু শেষ।বাড়িতে থাকা সবকটি ঘড়ই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।এলাকাবাসীরা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ঘড়ের ভিতরে থাকা আসবাব পএ সহ কোন জিনিসপএ বাঁচাতে সম্ভব হয় নি।প্রকাশ্য দিবালোকে আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যেই সবকিছু গ্রাসকরে ফেলে পরিবার টিকে সর্বশান্ত করে ফেলে।প্রত্যক্ষ দর্শি এলাকাবসিরা অভিযোগ করেন যে,ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্হলে পৌছালেও মেইন রাস্তা থেকে গলিরাস্তা হয়ে গাড়ি নেয়ে পৌঁছাতে পারে নি।তাই ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি সহ আগুন না নিভিয়েই ফিরে চলে আসে।এলাকা বাসিদের অভিযোগ ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে ঘটনা স্হলে পৌছাতে না পারলেও তাদের পক্ষ থেকে বিকল্প ভাবে আগুন নেভানোর কোন ব্যবস্থা নেয়নি কেন? এমনকি ঘটনা স্হলে পৌছেও একটি বারের জন্য দূর্ঘটনা গ্রস্ত বাড়িটিতে যাবার প্রয়োজমীয়তা বোধ করেন নি।
পানিসাগর ফায়ার সার্ভিসের এহেন কর্মকান্ডে গোটা পদ্মবিল এলাকা জোরে ব্যাপক উওেজনা বিরাজ করছে।বাড়ি মালিক জানান বাড়িতে থাকা ছোট বড় পাঁচ ছয়টি ঘর পুরো পুরি ভস্মীভূত হয়ে যায়।এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কুড়ি লক্ষাধিক টাকার মতো হবে বলে অনুমান করা হচ্ছে।তবে আগুনের সুএ পাত কোথা থেকে হয়েছে সঠিক ভাবে কিছু না বলতে পারলেও অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে।
0 মন্তব্যসমূহ