সবুজ ত্রিপুরা
২১ ফেব্রুয়ারিসোমবারপানিসাগর প্রতিনিধিঃ ১৯ সে ফেব্রুয়ারি দুপুর বারো ঘটিকায় উওর জেলার পানিসাগর বাজারে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী
বাজেটের প্রতিবাদ জানিয়ে DYFI/GNS/GMP/TTJSS এই চারটি গন সংঘটনের ডাকে আন্দোলন ঘড়ে তোলার লক্ষে একটি রেলীর মাধ্যমে ভিক্ষুব দেখিয়ে পানিসাগর বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় পথ সভায় মিলিত হয়।উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন শ্রীমতি বানী চন্দ মহাশয়া।
এছাড়াও উপস্হিত ছিলেন সি,পি,আই,এম, পানিসাগর মহকুমার কমিটির বিভিন্ন গনসংঘটনের বিশিষ্ট নেতৃত্ব অজিত দাস, সমিরন দাস,সুকেষ নাথ,শুভেন্দু দাস সহ অন্যান্য দলীয় সমর্থকেরা।পথসভার আলোচনা রাখেন সি,পি,আই,এম,মহকুমা কমিটির সম্পাদক শ্রীযুক্ত অজিত দাস মহাশয়, এিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির পক্ষে শ্রীযুক্ত শুভেন্দু দাস মহাশয়,সারা ভারত নারি সমিতির পক্ষে শ্রীমতী মীনা নাথ চৌধুরী মহাশয়া,ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষে শ্রীযুক্ত অমিতাভ দেব নাথ মহাশয়,জি,এম,পি,এর, পক্ষে শ্রীযুক্ত দেব চান মানিক হালাম মহাশয় সহ অন্যান্য নেতৃত্বরা।পথ সভায় আলোচনা রাখতে গিয়ে উপস্হিত নেতৃত্বগন বর্তমান বি,জে,পি,পরিচালিত সরকারের শাসন কালে নারিরা,মায়েরা,বোনেরা লান্চিত তার অভিযোগ করেন।এছাড়াও গ্রামিন এলাকার শ্রমিকদের একশো দিনের কর্মসংস্হানের যোগান এবং রেগার বরাদ্ধকৃত অর্থ রাশি বৃদ্ধি তো দুরের কথা উল্টো কমিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেন।আসন্ন বিধান সভা নির্বাচনে পুনরায় বামফ্রন্ট সরকারকে প্রতিষ্টা করার আবেদন জানিয়ে বর্তমান শাসক দলকে মোক্ষম জবাব দেবার আবেদন জানানো হয়।পাশাপাশি বিগত ২০১৮ বিধান সভা নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক যুবকদের হাতে একটিও স্মার্ট ফোন তুলে দিতে পারেনি বর্তমান শাসক দল বি,জে,পি,এরই প্রতিবাদ জানিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়।
আলোচনা রাখতে গিয়ে অজিত দাস অভিযোগ করে বলেন যে,বর্তমান শাসক দলের নেতা মন্ত্রীরা ঘটা করে মাটে ঘাটে চিৎকার করে বলছেন যে, সরকারি সুযোগ সুবিধা পেতে হলে বিগত বামফ্রন্ট আমলের মতো এখন আর বি,জে,পি,আমলে কোন ধরনের আন্দোলন করতে হয় না।অথচ গতকাল পানিসাগর মহকুমার অন্তর্গত নোয়াগাঙে রাস্হা সংস্কারের দাবিতে স্হানীয় এলাকা বাসিরা আসাম আগরতলা জাতীয় সড়ক চার ঘন্টা অবরোধ আন্দোলন করার ফলশ্রুতিতে চাপে পড়ে তড়িঘড়ি গতকালই রাস্হা সংস্কারের কাজে হাত দেয়।তিনি অভিযোগ করে বলেন গতকালের জলন্ত দৃষ্টান্তই বর্তমান শাসক দলের নেতা মন্ত্রীদের মুখে যামা ঘষে দিয়েছে।পথ সভায় আসন্ন ২৪শে ফেব্রুয়ারিতে আগরতলাতে রাজ্য সন্মেলনে উপস্হিত হয়ে বর্তমান সরকারকে জন সুনামী দেখানোর আহবান জানানো হয়। পরিশেষে সভাপতির আলোচনার মধ্য দিয়ে পথ সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
0 মন্তব্যসমূহ