সবুজ ত্রিপুরা
১৯ ফেব্রুয়ারিশনিবারকদমতলা প্রতিনিধিঃ লোয়াইরপোয়া ব্লকের বালিপিপলা জিপির মাগুরাপুঞ্জি গ্রামে আয়োজিত ছাব্বিশ দলীয় ভানবুলঙীর চরাই নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইন্যালের খেতাব হাসিল করল
বালিপিপলা একাদশ।শুক্রবার ছিল ফাইন্যাল ম্যাচটি।এতে কানায় কানায় পরিপূর্ণ দর্শকদের উপস্থিতিতে উপজাতি সম্প্রদায়ের লোকদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর স্থানীয় খেলার মাঠে শুরু হয় খেলা।এতে মুখোমুখী হয় বালিপিপলা এফসি বনাম যোগীছড়া ফুটবল দল।ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারী সমসের হোসেন সহ সঙ্গে লাইনস ম্যান তাজ উদ্দিন ও হওপো সিংসন।
খেলার নির্ধারিত সময়সূচী ষাট মিনিট ধরে দুটি দলই লড়ে যায়।তবে খেলার শুরু থেকেই বালিপিপলা এফসি আক্রমাক্তক হয়ে উঠায় প্রতিপক্ষ যোগীছড়া ফুটবল দল অনেকটা নিস্তেজ হয়ে পড়ে।ফলে খেলার প্রথমার্ধে স্কোর বোর্ডে একটি গোল লিখে নেয় বালিপিপলা এফসি।পরে অনুরুপ ভাবে খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি গোল করে নেয় বালিপিপলা এফসি।এতে দুই শূণ্য গোলে বিজয়ী ঘোষিত হয় তারা।ম্যাচ শেষে অনুষ্টিত হয় পুরস্কার বিতরণী সভার।
এতে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া ভারতীর প্রদেশ উপসভাপতি সনু ভট্টাচার্য করিমগঞ্জ জেলা ক্রীড়া ভারতীর উপসভাপতি অমিতাভ দে ক্রীড়া ভারতী লোয়াইরপোয়া প্রখন্ডের সভাপতি মাংলেম সিংহ সহ প্রয়াত ভানবুলঙীর চরাইর স্ত্রী বুলরিংনেই চরাই এবং উনার আত্মিয় স্বজন সহ এলাকার অনেক ক্রীড়াপ্রেমীরা।উক্ত অনুষ্টানে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন অতিথিরা।
0 মন্তব্যসমূহ