এমন এক চিত্র আজ আপনাদের সঙ্গে ধরে তুললাম মেলাঘর তেল কাজলা গুদারাঘাট সংলগ্ন মেলাঘরের দেবনগর মেলাঘর চর এবং মেলাঘর মোটর স্ট্যান্ড সংলগ্ন কৃষি জমিতে ফসল ফলানোর জন্য একটি জলের মেশিন বসানো হয়েছে কিন্তু দীর্ঘ দুই সপ্তাহ উপর ধরে ওই জলের মেশিন এবং ট্রান্সমিটার বিকল হওয়ার ফলে ওই এলাকার কৃষিজমি গুলি জলের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং খেতে নতুন চারা রোপণ করা ধানের চারা
গুলি নষ্ট হয়ে একেবারে দুমড়েমুচড়ে শেষ হয়ে গেছে। কিন্তু এই সমস্যার সমাধান করার জন্য কিষান মোর্চা কোন ভূমিকা নিচ্ছে না। প্রচন্ড দুশ্চিন্তা এবং প্রচুর টাকা খরচ করে কৃষক ফসল ফলানোর জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত কারণে জলের মেশিন বিকল হওয়ার ফলে কৃষকদের মধ্যে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই সময়ে অতি অবিলম্বে জলের মেশিন ঠিকঠাক করার জন্য জল কমিটি কিষান মোর্চা কোন ভূমিকা গ্রহণ করছে না তাহলে কি শুধুমাত্র কৃষকদের জন্য সব রাজনৈতিক দলই মায়া কান্না করে এবং কৃষকদের নিয়ে রাজনীতি করে।
0 মন্তব্যসমূহ