দীর্ঘ প্রায় দু'বছর ধরে শিক্ষক স্বল্পতায় ভুগছে তেলিয়ামুড়ার কবিনজরুল বিদ্যাভবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাতঃবিভাগ'টি-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১৯ ফেব্রুয়ারি
শনিবার
তেলিয়ামুড়া   প্রতিনিধিঃ দীর্ঘ প্রায় দু'বছর ধরে শিক্ষক স্বল্পতায় ভুগছে তেলিয়ামুড়ার বিদ্যালয় গুলির মধ্যে অন্যতম কবিনজরুল বিদ্যাভবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাতঃবিভাগ'টি। 

বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারণে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে বেগ পেতে হচ্ছে। ফলে এই  বিদ্যালয়ের শিক্ষা ব্যাবস্থা বর্তমানে প্রশ্নচিহ্নের মুখে।খবরে প্রকাশ, তেলিয়ামুড়া বনেদি বিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম কবিনজরুল বিদ্যাভবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে দীর্ঘ প্রায় দু'বছর যাবৎ শিক্ষক স্বল্পতা থাকলেও নজর নেই রাজ্য শিক্ষা দপ্তরের। সেইসঙ্গে নজর নেই বর্তমান শাসক দলের শিক্ষক সংগঠনের তথাকথিত নেতা বাবুদের। যারা নিজেদের কথায় কথায় শিক্ষক সংগঠনের মস্ত মাপের নেতা বলে জাহির করে থাকেন।  

রাজ্যের শিক্ষা মন্ত্রী ত্রিপুরা রাজ্যের শিক্ষা বিপ্লব আনার ব্যাপারে মাইকযোগে ফলাও করে প্রচার করছেন রাজ্যের শিক্ষা ব্যাবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু বাস্তবে বিদ্যালয় গুলিতে গিয়ে খোঁজখবর করলে দেখা যায় কোন বিদ্যালয়ে নেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষক তো আবার কোন বিদ্যালয়ে নেই পানীয় জলের সু-ব্যাবস্থা। শিক্ষক স্বল্পতার আরো এক চিত্র এবার উঠে এলো তেলিয়ামুড়া মহকুমার তেলিয়ামুড়া অন্যতম বনেদি বিদ্যালয় কবিনজরুল বিদ্যাভবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাতঃ বিভাগ থেকে। এই বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ২৬১ জন। জানুয়ারি মাসের 


৩১ তারিখে একজন শিক্ষক এই বিদ্যালয় থেকে নিজের কর্ম জীবন থেকে অবসর গ্রহণ করেছেন এবং আগামী জুলাই মাসের মধ্যে আরও এক শিক্ষিকা এই বিদ্যালয় থেকে নিজের কর্ম জীবনের অবসর গ্রহণ করবেন। বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতার ব্যাপারে বলতে গিয়ে বিদ্যালয়ের ইনচার্জ রঞ্জিত চন্দ্র দাস জানিয়েছেন,,, বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতার ব্যাপারটি আই.এস; কবি নজরুল বিদ্যাভবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দুপুরের বিভাগের প্রধান শিক্ষক; 
এবং বিদ্যালয় পরিচালনা কমিটি কে শিক্ষক স্বল্পতার ব্যাপারটি জানানো হয়েছে। বর্তমানে  এই বিদ্যালয়ের যে শিক্ষক-শিক্ষিকারা রয়েছে তারা নিরলস পরিশ্রম করে কোমলমতি ছাত্র-ছাত্রীদের পাঠদান করিয়ে আসলেও শিক্ষক স্বল্পতার কারণে ছাত্র-ছাত্রীদের ঠিকঠাকমতো ক্লাস করানো সম্ভব হয় না। শিক্ষক শিক্ষিকারা নিজেদের সাধ্যমত ক্লাস করিয়ে আসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu