বিশালগড় মধ্য লক্ষ্মীবিল এলাকায় গতকাল গভীর রাতে দুঃসাহসিক চুরি-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১৮ ফেব্রুয়ারি
শুক্রবার
বিশালগড় 
প্রতিনিধিঃ   ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় থানা দিন মধ্য লক্ষীবিল এলাকায় বাসনা দাস উনি গবাদি পশু পালন করে সংসার প্রতিপালন করত। 

চোরের দল গবাদিপশুর ঘর ভেঙ্গে তিনটি গবাদি পশু নিয়ে পালিয়ে যায় শুক্রবার সকালে এই ঘটনা দেখতে পেয়ে বাসনা দাসের পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে এই পশু পালন করে তাদের জীবিকা নির্ধারণ করে।পরবর্তী সময়ে বাসনা দাস ও উনার বাড়ির লোকেরা দেখতে পেয়ে তৎক্ষণাৎ খবর পাঠানো হয় বিশালগড় থানায় বিশালগড় থানার  পুলিশ বিশালগড় মধ্য লক্ষীবিল এলাকায় গিয়ে একটি চুরির মামলা নেয়।

কিন্তু বিশালগড় অত্র এলাকায় দিনের পর দিন বেড়েই চলছে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ যা কোনভাবেই দমন করতে পারছেন না বিশালগড় থানার পুলিশ বাবুরা।

বাসনা দাস এর পরিবার জানিয়েছেন বিশালগড় নবনির্মিত বাইপাস হওয়ার পর চুরি ছিনতাই দিনের পর দিন বেড়েই চলছে কিন্তু পুলিশকে জানিয়ে কোন কাজের কাজ কিছুই হয়নি যার খেসারত দিতে হয় সাধারণ জনগনের। এভাবে চলতে থাকলে বিশালগড় এলাকায় যদি ছিনতাইয়ের আঁতুড়ঘর হিসাবে পরিণত হবে। এখন দেখার বিষয় খবর প্রকাশিত হওয়ার পর পুলিশ বাবুরা কি পদক্ষেপ গ্রহণ করে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu